Thursday, August 28, 2025

বামেদের সংগঠন ABTA-র টেস্ট পেপারেও এবার ‘আ*জাদ কাশ্মীর’!

Date:

Share post:

যে বামপন্থীরা পর্ষদের টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’ নিয়ে এত চিৎকার করে গলা ফাটালেন, সেই বামেদের সংগঠন এবিটিএ টেস্ট পেপারে এবার ‘আজাদ কাশ্মীর’ এল কী করে! প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলেও। ‘আজাদ কাশ্মীর’ (Kashmir Controversy) বিতর্ক যেন কিছুতেই থামতেই চাইছে না। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের (Madhasiksha Parsad) প্রকাশিত টেস্ট পেপারেও (Test Paper)’আজাদ কাশ্মীরে’র ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়। সেই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয় শিক্ষা পর্ষদের তরফ থেকে। এবার সিপিএমের শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA)প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারে সেই ‘আজাদ কাশ্মীর’ (Kashmir Controversy) শব্দের উল্লেখ। দেখা যায় টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর কী’, এই প্রশ্ন রাখা হয়। সঠিক উত্তর লিখলে ২ নম্বর পাওয়া যাবে। বিষয়টি সামনে আসতেই ওই অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবিটিএ-এর তরফে।

সামনেই এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন পড়ুয়ারা। কিন্তু বারবার এই ধরণের ‘ভুল’ থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেই মনে করছেন অভিভাবক থেকে শুরু করে শিক্ষাবিদদের একাংশ। মধ্যশিক্ষা পর্ষদের পর এবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বামপন্থী শিক্ষক সংগঠন ABTA প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারেও সেই একই ভুল। মাধ্যমিকের (Madhyamik 2023) টেস্ট পেপারের প্রশ্নে পাকিস্তানের ভাষা কেন? উঠছে প্রশ্ন। যে শব্দবন্ধ এতটা স্পর্শকাতর,সেই ‘ আজাদ কাশ্মীর’ কীভাবে বইয়ের পাতায় উঠে আসছে তা নিয়েই জোরদার হচ্ছে সমালোচনা। এবিটিএ-এর তরফে সুকুমার পাইন বলেন, এটা একেবারেই কাঙ্খিত নয়। কীভাবে মডারেটরদের নজর এড়িয়ে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি এটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...