Wednesday, December 3, 2025

বামেদের সংগঠন ABTA-র টেস্ট পেপারেও এবার ‘আ*জাদ কাশ্মীর’!

Date:

Share post:

যে বামপন্থীরা পর্ষদের টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’ নিয়ে এত চিৎকার করে গলা ফাটালেন, সেই বামেদের সংগঠন এবিটিএ টেস্ট পেপারে এবার ‘আজাদ কাশ্মীর’ এল কী করে! প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলেও। ‘আজাদ কাশ্মীর’ (Kashmir Controversy) বিতর্ক যেন কিছুতেই থামতেই চাইছে না। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের (Madhasiksha Parsad) প্রকাশিত টেস্ট পেপারেও (Test Paper)’আজাদ কাশ্মীরে’র ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়। সেই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয় শিক্ষা পর্ষদের তরফ থেকে। এবার সিপিএমের শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA)প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারে সেই ‘আজাদ কাশ্মীর’ (Kashmir Controversy) শব্দের উল্লেখ। দেখা যায় টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর কী’, এই প্রশ্ন রাখা হয়। সঠিক উত্তর লিখলে ২ নম্বর পাওয়া যাবে। বিষয়টি সামনে আসতেই ওই অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবিটিএ-এর তরফে।

সামনেই এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন পড়ুয়ারা। কিন্তু বারবার এই ধরণের ‘ভুল’ থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেই মনে করছেন অভিভাবক থেকে শুরু করে শিক্ষাবিদদের একাংশ। মধ্যশিক্ষা পর্ষদের পর এবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বামপন্থী শিক্ষক সংগঠন ABTA প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারেও সেই একই ভুল। মাধ্যমিকের (Madhyamik 2023) টেস্ট পেপারের প্রশ্নে পাকিস্তানের ভাষা কেন? উঠছে প্রশ্ন। যে শব্দবন্ধ এতটা স্পর্শকাতর,সেই ‘ আজাদ কাশ্মীর’ কীভাবে বইয়ের পাতায় উঠে আসছে তা নিয়েই জোরদার হচ্ছে সমালোচনা। এবিটিএ-এর তরফে সুকুমার পাইন বলেন, এটা একেবারেই কাঙ্খিত নয়। কীভাবে মডারেটরদের নজর এড়িয়ে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি এটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...