Tuesday, January 13, 2026

বায়োপিকের চিত্রনাট্য চূড়ান্ত করতে মুম্বইয়ে মহারাজ !

Date:

Share post:

মাসখানেক আগেই জানা গিয়েছিল রুপোলি পর্দায় খুব শীঘ্রই দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। মহারাজ নিজে সেই খবরে শিলমোহর দিয়েছেন। লাভ ফিল্মস’র ব্যানারে তৈরি হবে বাঙালির এই আইকনের জীবনীচিত্র। সৌরভের বায়োপিকের বাজেট প্রায় ২৫০ কোটি টাকা! তেমনই ইঙ্গিত মিলেছে। বহুদিন ধরেই মুম্বইয়ের বহু প্রযোজনা সংস্থা ‘প্রিন্স অফ কলকাতা’র বায়োপিক তৈরিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। অবশেষে লাভ রঞ্জনকে সুবজ সংকেত দিয়েছেন সৌরভ।

তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট দলের ‘টিম ইন্ডিয়া’  হয়ে ওঠা। গোটা দলকে তিনি শুধু এক সূত্রে বাঁধেননি, বিদেশের মাটিতেও যে সিরিজ জয় সম্ভব, এবং সেটা নিয়মিতভাবে, সেই বিশ্বাসের জন্ম দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের থেকে তাঁর জীবনের গল্পগুলো শোনার পর স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছিল গত বছরই। প্রাথমিক সেই কাজ অনেকটাই শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তবে পুরো স্ক্রিপ্ট স্বয়ং সৌরভ এখনও শোনেননি। তাই সেটা শুনতেই মুম্বই গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রোডাকশন হাউজের সঙ্গে বায়োপিকের চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধের বিমানে মুম্বই গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গী বন্ধু সঞ্জয় দাস।

সৌরভের বায়োপিকে উঠে আসবে তাঁর ক্রিকেট জীবনের ওঠাপড়া। তাঁর জীবনের ওঠানামা, বিতর্ক, কামব্যাক সবই ।জানা গিয়েছে,মঙ্গলবারের এই সাক্ষাতের পরই চূড়ান্ত হবে চিত্রনাট্য। স্ক্রিপ্ট নির্মাতারা সৌরভের সঙ্গে কথা বলার পাশাপাশি সঞ্জয় দাসের সঙ্গেও কথা বলেছেন।জানা গিয়েছে, ক্রিকেটার সৌরভের পাশাপাশি প্রশাসক সৌরভের কথাও থাকবে বায়োপিকে। সৌরভের ছোটবেলা থেকে শুরু করে বিসিসিআই সভাপতি হওয়া পর্যন্ত স্ক্রিপ্টে রাখা থাকছে। নিজের বাযয়োপিকের কাজের জন্য আগামী দু দিন মুম্বইতেই থাকবেন সৌরভ।  এখন দেখার শেষ পর্যন্ত সৌরভের বায়োপিকে মুখ্য ভূমিকায় কে চূড়ান্ত হন।

তবে সৌরভের ভূমিকায় বড় পর্দায় বলিউডের কোন সুপারস্টারকে দেখা যাবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেই খবর। মুম্বইয়ের আলোচনায় স্ক্রিপ্ট চূড়ান্ত করার পাশাপাশি সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন সেই নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।

 

spot_img

Related articles

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...