Sunday, January 11, 2026

Entertainment : রিলিজের আগেই রেকর্ড ! ‘ওয়ার’ টপকে এবার ‘বাহুবলি’কে টেক্কা দিতে চলেছে ‘পাঠান’

Date:

Share post:

রাত পোহালেই আসছে ‘পাঠান’ (Pathan) । বিতর্ককে ব্যাকফুটে ফেলে কিং খানের (King Khan) কামব্যাক মুভি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। দেশজুড়ে রেকর্ড বুকিং করে ফেলেছে শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাড়ুকোন(Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ‘ পাঠান’ (Pathan)। ইতিমধ্যেই প্রথম দিনের অগ্রিম বুকিং-এর(Advance Booking) সংখ্যার কাছে হার মেনেছে বহু বিগ বাজেটের বলিউডি ছবি। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে হৃত্বিক রোশনের ‘ওয়ার'(War) টপকে এবার ‘বাহুবলি ২’কে (Bahubali 2) নাকি টেক্কা দিতে চলেছে ‘পাঠান’।

শুধু ভারতবর্ষ নয় দেশের বাইরেও শাহরুখ খানের অনুগামীদের সংখ্যা নেহাত কম নয়। প্রিয় অভিনেতাকে দীর্ঘ অপেক্ষার পর ফাস্ট ডে ফার্স্ট শোতে দেখার ম্যাজিকটাই অন্যরকম। আর সেই কারণে ভার্চুয়ালি ভিড় বাড়ছে টিকিট বুকিং সাইটগুলোতে। আগাম টিকিট বুকিংয়ের সংখ্যার হিসাবে প্রথম বলিউড ছবি হল ‘বাহুবলী ২'(হিন্দি ভার্সন)। এই ছবির প্রথম দিনের শোয়ে প্রায় সাড়ে ৬ লক্ষেরও বেশি আগাম বুকিং হয়েছিল।

বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের ফ্যানেদের সংখ্যাও কিছু কম নয়। রাফ এন্ড টাফ হৃত্বিকের ‘ওয়ার’ প্রথম দিনে দেখার জন্য প্রায় ৪.১০ লক্ষ মানুষ টিকিট কেটেছিলেন।

পাঠানের ক্ষেত্রে এখনও পর্যন্ত প্রায় ৪.১৯ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেমা মুক্তি পাবে আগামিকাল তাই আজকের গোটা সন্ধ্যাই পড়ে আছে টিকিট বুকিং-এর রেকর্ড তৈরির জন্য। মনে করা হচ্ছে এখনও পর্যন্ত পাঠান তিন নম্বর স্থানে রয়েছে। কারণ ‘বাহুবলি ২’ এর পর রেকর্ড অগ্রিম টিকিট বুকিং-এর ক্ষেত্রে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’। প্রথম দিনে প্রায় ৫.১৫ লক্ষ অগ্রিম বুকিং হয় এই ছবিতে।

‘পাঠান’ শেষ পর্যন্ত ঠিক কত নম্বরে পৌঁছতে পারে এখন সেটাই দেখার আশায় উদগ্রীব বাদশার অনুরাগীরা।

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...