Sunday, January 11, 2026

আমাকে গৃহবন্দি করা হয়েছে, লাদাখে গণতন্ত্র নেই: ভিডিওবার্তা সোনম ওয়াংচুকের

Date:

Share post:

লাদাখের বাস্তুতন্ত্র রক্ষার্থে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে অনশন শুরু করেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক(Sonam Wangchuk)। তবে শুক্রবার রাত ১১ টা নাগাদ ফেসবুকে এক ভিডিওবার্তায় তিনি দাবি করলেন গৃহবন্দি করা হয়েছে বিশিষ্ট এই সমাজকর্মী। ওই ভিডিও বার্তায় লাদাখের ল্যাফটেন্যান্ট গর্ভনরের বিরুদ্ধে সরব হন ওয়াংচুক। পাশাপাশি আবেদন জানান এখনই লাদাখকে(Ladakh) গুরুত্ব না দিলে ধ্বংসের মুখে পড়বে হিমালয়ের এই অঞ্চল।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওবার্তায় ওয়াংচুককে বলতে শোনা গিয়েছে, “আমাকে গৃহবন্দি করা হয়েছে। বলতে গেলে গৃহবন্দির চেয়েও খারাপ পরিস্থিতি।” ১৮ মিনিটের ওই ভিডিওবার্তায় লাদাখের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়ে সোনম ওয়াংচুক বলেন, “সমস্ত মানুষই কষ্টে রয়েছেন। যেমন যুব সম্প্রদায়ের কথাই ধরা যাক। তাঁরা চাকরি পাচ্ছেন না। ১২ হাজার চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও চাকরি পেয়েছেন ৮০০ জন। তাও পুলিশে। মানুষকে অবদমন করে রাখার জন্য। চারদিকে প্রতিবাদ হচ্ছে। মানুষ ভয় পাচ্ছে।” শুধু তাই নয় লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তিনি অভিযোগ করেন, লাদাখের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ হলেও প্রশাসন এমনই ঢিলেঢালা, তারা সেই টাকার যথোপযুক্ত প্রয়োগ করতে পারছে না। আক্ষেপের সুরে তিনি জানান, “মানুষের এতে কোন অংশই নেই। কোনও গণতন্ত্র নেই।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই লাদাখের মানুষ দাবি করেছেন, পূর্ণ রাজ্য হিসাবে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হোক তাঁদের। রাজ্যের স্বীকৃতি না হলেও, সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের দাবিতে সরব লাদাখের মানুষ। আগেই এই দাবির কথা তুলে ধরেছেন সোনম। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন জানিয়েছিলেন, লাদাখে অত্যধিক শিল্প গড়ে তোলা হচ্ছে। তার ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা বাড়ছে। আপাতত মানুষের জীবিকার সুবিধা হলেও কয়েকদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে গোটা লাদাখ। তাই লাদাখ-সহ হিমালয়ের অন্যান্য অঞ্চলকে রক্ষা করতে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত প্রধানমন্ত্রীর। এর আগেও ভিডিওবার্তায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সোনম বলেছিলেন, “আপনি হস্তক্ষেপ করুন। সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী লাদাখের প্রকৃতিকে বাঁচান।” এবার লাদাখে প্রশাসনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সরব হয়ে উঠলেন সোনম ওয়াংচুক।

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...