Wednesday, August 20, 2025

সানিয়াকে নিয়ে শোয়েবের আবেগঘন টুইট !

Date:

Share post:

কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যামের সমাপ্তিটা মধুর হয়নি সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে হেরে গিয়েছেন সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি। গ্র্যান্ডস্ল্যামে সানিয়া শেষ ম্যাচ খেলার পর থেকেই দেশ-বিদেশ জুড়ে একাধিক বার্তা পেয়েছেন। কিন্তু স্বামী শোয়েবের বার্তা পেলেন ১০ ঘণ্টা পর। শুক্রবার সন্ধ্যায় সানিয়াকে শুভেচ্ছা জানান পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত শোয়েব শুক্রবার সন্ধে ৭.১৭ মিনিটে টুইট করলেন স্ত্রীকে উদ্দেশ্য করে। দিয়েছেন আবেগঘন শুভেচ্ছাবার্তা।টুইটে শোয়েব লিখেছেন, ‘খেলাধুলোর জগতে সব মহিলাদের কাছেই তুমি আশার প্রতীক ছিলে। গোটা টেনিসজীবনে যা যা অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এ ভাবেই শক্তিশালী হয়ে আগামী দিনে এগিয়ে যাও। অবিশ্বাস্য টেনিসজীবনের জন্যে অনেক শুভেচ্ছা।’
অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে হারের পর আবেগ আর ধরে রাখতে পারেননি। কেননা এটিই গ্র্যান্ডস্ল্যাম কেরিয়ারে তার শেষ ম্যাচ ছিল। তাই কেরিয়ারের কথা বলতে গিয়ে চোখে জল এসে যায় ৩৬ বছর বয়সী এই টেনিস তারকার। ম্যাচ শেষে সানিয়া বলেন, ‘আমার পেশাদার কেরিয়ারের শুরুটা এখানে মেলবোর্নেই হয়েছিল। ১৮ বছর বয়সে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে গ্র্যান্ডস্ল্যামের তৃতীয় রাউন্ডে কোর্টে নেমেছিলাম। অবিশ্বাস্য মনে হলেও, তারপর ১৮ বছর কেটে গিয়েছে। এখানে আমি বহু ফাইনাল খেলেছি এবং বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেওছি। বছরের পর বছর আপনাদের সামনে খেলার সৌভাগ্য হয়েছে আমার। রড লেভার এরিনাটা আমার কাছে খুবই স্পেশাল। শেষটা করার জন্য এর থেকে ভাল জায়গা হয় না। আপনাদের সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ।’
তিনি বলেন, আমি কাঁদছি। এটি আসলে খুশির অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম।গ্র্যান্ডস্ল্যাম কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা আমার কাছে নেই।
২০০৫ সালে গ্র্যান্ডস্ল্যাম কেরিয়ার শুরু হয় সানিয়ার। ব্যক্তিগতভাবে না হলেও জুটি বেধে জিতেছেন একের পর এক শিরোপা। নারীদের দ্বৈত বিভাগে একটি করে অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন শিরোপা আছে তার। মিশ্র দ্বৈত বিভাগে উইম্বলডন ছাড়া বাকি সব গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন একবার করে। আগামী ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত হবে ডব্লিউটিএ টুর্নামেন্ট। সেখানেই শেষবারের মতো র‌্যাকেট হাতে নেবেন তিনি।

 

spot_img

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...