Monday, August 25, 2025

শেষ দিনেও অসংশোধিত ‘ভারত জোড়ো’ বানান! বাংলার গুরুত্ব নিয়ে প্রশ্নের মুখে কংগ্রেস

Date:

Share post:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) পাঁচ মাস অতিক্রান্ত। শুধু কন্যাকুমারী (Kanyakumari) থেকে কাশ্মীরই (Kashmir) নয়, দেশ ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পদযাত্রায় সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। বাদ যায়নি বাংলাও। বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে চব্বিশের নির্বাচনের আগে বড় পদক্ষেপ নিতে দেখা যায় সোনিয়া তনয় রাহুলকে। কিন্তু ভারত জোড়ো যাত্রার বাংলা বানানেই (Spelling Mistake) যে ভুল। আর দীর্ঘ পাঁচ পাঁচটি মাস কেটে গেলেও তা সংশোধনের (Correction) বিষয়ে কোনও হেলদোলই নেই কংগ্রেসের (INC)। সোমবারই সমাপ্তি ঘটবে ভারত জোড়ো যাত্রার। যদিও বাংলার ট্যাবলোয় (Tableau) এই বানানে কোনও ভুল নেই। কিন্তু কেন্দ্রীয় স্তরে সেই ভুল রয়েই গেল। যার জেরে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন এই ভুল কী সংশোধন করা সম্ভব হল না? নাকি তা করা হল না?

২০২২ সালের ২৩ অগাস্ট! ২৪, আকবর রোডে কংগ্রেসের সদর দফতর থেকে ভারত জোড়ো যাত্রার লোগো (Logo), ট্যাগলাইন (Tagline), ওয়েবসাইট (Website) ও থিম সংয়ের (Theme Song) উদ্বোধন করেছিলেন স্বয়ং রাহুল গান্ধী। প্রথম দিনেই বিভিন্ন ভাষায় প্রকাশিত লোগোতে প্রথমে জায়গা পায়নি বাংলা হরফ। পরবর্তীতে অবশ্য অন্য ভাষার সঙ্গে ব্যবহার হতে শুরু করে বাংলা লোগোও। শুরুর দিন থেকেই যাতে ছিল ভুল। ‘ভারত জোড়ো’র বদলে লেখা হয় ‘ভারত জড়ো’। আর সেই বানান শেষদিন পর্যন্ত রয়েই গেল। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন পুরোটাই কী আইওয়াশ (Eye Wash)? রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) ভারত জোড়ো যাত্রায় বহু রাজনৈতিক দল ও তাঁর হাইকম্যান্ডদের আমন্ত্রণ জানালেও বাংলা বানানেই বড়সড় ভুল।

তবে প্রথম দিকেই যাত্রার সঙ্গে জড়িত শীর্ষ নেতৃত্বের নজরে তা নিয়ে আসা হয়। তবে নেতারা আশ্বাস দিয়ে জানিয়েছিলেন, খুব শীঘ্রই তা শুধরে নেওয়া হবে। এরপর ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু ভারত জোড়ো যাত্রা। কেটে গিয়েছে ১৪৪ দিন। ১২ রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৫ জেলায় প্রায় চার হাজার কিলোমিটার অতিক্রম করেছে যাত্রা। তবু বাংলা হরফের ছোট্ট ভুল ঠিক করে উঠতেই পারল না কংগ্রেস। যা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। বঙ্গে গঙ্গাসাগর থেকে কার্শিয়াং পর্যন্ত পদযাত্রা করেছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই ট্যাবলোয় বানান ঠিক থাকলেও কেন্দ্রীয় ট্যাবলোয় ‘ভারত জড়ো’ বানানই বুঝিয়ে দিল রাহুল গান্ধীদের কাছে বাংলার গুরুত্ব ঠিক কতখানি।

 

 

spot_img

Related articles

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...