Monday, August 25, 2025

সমালোচনাকে স্বাগত জানিয়ে ঘৃণা-ভাষণের তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সমালোচনাকে স্বাগত। কিন্তু ঘৃণা-ভাষণের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata International Book Fair) উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, এখন বিভিন্ন ভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এটাকে বন্ধ করতে হবে। মমতা বলেন, তিনি বাকস্বাধীনতার বিরোধী নন। কিন্তু এই ধরনের কথা যাঁরা বলে তাঁদের আটকানো উচিত। কোনও কিছু পছন্দ না হলে বিরোধিতা নিশ্চয়ই করা যায়। কিন্তু সেই ভাষা নম্র হতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, সমালোচনা থেকে রোজ নতুন কিছু শিখি।’’ অর্থাৎ গঠনমূলক সমালোচনার তিনি বিরোধী নন। কিন্তু বিদ্বেষ ছড়ানো ভাষণ বন্ধ হওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি খুব ক্ষুদ্র মানুষ। আমার সবটাই কুৎসার আঙিনায়, অপপ্রচারের আলিঙ্গনে, কোথাও কোথাও, কারও কারও পছন্দ নাও হতে পারে।“ মমতা বলেন, “যে তোমায় খারাপ বলে বলুক, তুমি খারাপ বলো না।“

কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ‘‘কলকাতা বইমেলা সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে‘‘। এদিন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মান জানানো হয়। মুখ্যমন্ত্রী বলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে (Shirshendu Mukharjee) সংবর্ধিত করতে পেরে তাঁরা গর্বিত।

৪৬তম বইমেলার থিম স্পেন (Spain)। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্পেনের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদোর। সে দেশের মানুষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এই প্রথম বইমেলায় অংশগ্রহণ করছে তাইল্যান্ড। বইমেলা প্রাঙ্গনে রয়েছে প্রায় ৭০০ ছোট-বড় বইয়ের স্টল, ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল। এবার থেকে দিল্লিতেও বাংলার বইমেলা করার কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, রাজ্যের সব জেলা থেকেই সেই বইমেলায় অংশগ্রহণ করবে।

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...