Saturday, November 15, 2025

২০২৩-২৪ অর্থবর্ষে তলানিতে অর্থনীতি, নিম্নমুখী GDP-র পূর্বাভাস কেন্দ্রের সমীক্ষা রিপোর্টে

Date:

Share post:

প্রধানমন্ত্রীর গালভরা ভাষণই সার! দেশের অর্থনীতির(Indian Economy) বাস্তব ছবি বলছে, তা ক্রমশ আইসিইউ’র পথে এগিয়ে চলেছে। আগামিকাল অর্থাৎ বুধবার সংসদে বাজেট(Budget Session) পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। তবে তার আগে মঙ্গলবার সংসদে পেশ করা আর্থিক সমীক্ষা রিপোর্ট পূর্বাভাস দিল আগামী (২০২৩-২৪) অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের(Nirmala Sitaraman) পেশ করা এই সমীক্ষা রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন অর্থনৈতিক মহল।

রিপোর্টে দেশের আর্থিক বৃদ্ধির যে খতিয়ান উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে শেষ তিন অর্থবর্ষের মধ্যে আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্ন স্তরে নেমে যেতে চলেছে। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। তার আগে ২০২১-২২ অর্থবর্ষে এটা ছিল ৮.৭ শতাংশ। সেটাই এবার নেমে পৌছতে চলেছে ৬.৫ শতাংশ। যদিও রিপোর্টে এটাও জানানো হয়েছে আর্থিক বৃদ্ধির হার কমলেও ক্রয়ক্ষমতার নিরিখে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। বিনিময় হারের দিক থেকে পঞ্চম। মূল্যবৃদ্ধির প্রভাব পড়লেও বিদেশি বিনিয়োগ আসার পথে তা বাধা হবে না। একইসঙ্গে এই আশঙ্কাও করা হচ্ছে যে মূল্যবৃদ্ধির সমস্যা আরও দীর্ঘায়িত হতে পারে।

প্রসঙ্গত, আর্থিক সমীক্ষার রিপোর্টের মধ্যে দিয়ে কেন্দ্র এক বছরে অর্থনীতি কেমন চলেছে, তার গাণিতিক পরিসংখ্যানগত চিত্র তুলে ধরে। করোনার ধাক্কায় চার দশক পরে ২০২০-২১ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার শূন্যের নীচে নেমে গিয়েছিল। বস্তুত তার আগের অর্থবর্ষ (২০১৯-’২০) থেকেই দেশের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে অধোগতি শুরু হয়। এর পর করোনার কারণে বিশ্বজুড়ে ধাক্কা খায় আমদানি-রফতানি, কলকারখানায় উৎপাদন। মুখ থুবড়ে পড়ে হোটেল, পর্যটন, বিমান, রেস্তরাঁ পরিষেবার মতো ব্যবসা। ভারতে পরিষেবা এবং উৎপাদন ক্ষেত্রেও সেই নেতিবাচক প্রভাব যে এখনও কাটানো যায়নি, সমীক্ষা রিপোর্টে তা স্পষ্ট হয়েছে।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...