Monday, May 5, 2025

জাতীয় গড়ের নিরিখে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে বেকারত্বের হার বেশি: কেন্দ্রীয় রিপোর্ট

Date:

Share post:

বিজেপি শাসিত একাধিক “ডাবল ইঞ্জিন” রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের থেকেও বেশি। তবে অবিজেপি রাজ্য পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেশের বহু রাজ্যের তুলনায় ভালো। বাজেটের আগেই আর্থিক সমীক্ষায় তা কার্যত মেনে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বাজেটের ঠিক আগেরদিন, গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০২২-২৩ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা। আর সেখানেই দেশের বিজেপি শাসিত বহু রাজ্যের কার্যত দুরবস্থার নগ্ন ছবিই প্রকাশ্যে এসেছে।

সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, বেকারত্ব হোক কিংবা সাক্ষরতা অথবা সদ্যোজাত শিশু মৃত্যুর হার—প্রায় প্রতিটি ক্ষেত্রেই অধিকাংশ ডাবল ইঞ্জিন রাজ্যের পরিস্থিতি অত্যন্ত করুণ। বেকারত্বের হারের ক্ষেত্রে আর্থিক সমীক্ষায় সাম্প্রতিকতম যে পরিসংখ্যানটি রয়েছে, তা ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের। এক্ষেত্রে ২০১৮ সালের এপ্রিল-জুন থেকে গত বছরের উল্লিখিত সময়সীমা পর্যন্ত পরিসংখ্যান আর্থিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

২০২২ সালের জানুয়ারি-মার্চের হিসেবে সারা দেশে বেকারত্বের জাতীয় গড় ৮.২ শতাংশ। কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এই হার ৮.৯ শতাংশ। উত্তরাখণ্ডে ১১.৯ শতাংশ। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় বেকারত্বের হার ১৩.৫ শতাংশ। ডাবল ইঞ্জিন রাজ্য অসমে তা পৌঁছে গিয়েছে ৯.৯ শতাংশে। অথচ অবিজেপি পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৬ শতাংশ। এমন পরিসংখ্যানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এই পরিসংখ্যানে সব বয়সিদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আর্থিক সমীক্ষায় জানানো হয়েছে।

এখানেই শেষ নয়, মঙ্গলবার যে আর্থিক সমীক্ষা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার, তা থেকে স্পষ্ট সাক্ষরতার হারের ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে অনেক বিজেপি শাসিত রাজ্য। দেখা গিয়েছে, বহু ডাবল ইঞ্জিন রাজ্যের সাক্ষরতার হার জাতীয় গড়ের তুলনায় কম। কিন্তু পশ্চিমবঙ্গের হার জাতীয় গড়ের থেকেও বেশি। ২০১১ সালে সাক্ষরতার জাতীয় গড় ৭৩ শতাংশ। পশ্চিমবঙ্গে এই হার ৭৬.৩ শতাংশ। অথচ ওই বছরে উত্তরপ্রদেশে এই হার ৬৭.৭ শতাংশ, মধ্যপ্রদেশে ৬৯.৩ শতাংশ, অসমে ৭২.২ শতাংশ।

সদ্যোজাত শিশু মৃত্যুর ক্ষেত্রে ২০২০ সালের জাতীয় গড় ২৮ শতাংশ। পশ্চিমবঙ্গে তা ১৯ শতাংশ। অথচ ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ এবং অসমে এই হার যথাক্রমে ৩৮ এবং ৩৬ শতাংশ।

আরও পড়ুন:পঞ্চমবার বাজেট পেশ নির্মলার, এবারও নজর কাড়ছে অর্থমন্ত্রীর শাড়ি

 

spot_img

Related articles

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...