Tuesday, January 13, 2026

আজ ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া

Date:

Share post:

আজ আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। লখনউয়ে জিতে সমতা ফিরিয়েছেন। বুধবার আমেদাবাদে জিতলেই টি-২০ সিরিজ পকেটে পুরবেন হার্দিক পান্ডিয়ারা। তবে এহেন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেজাজে ভারতীয়রা। সোমবার রাতে আমেদাবাদের একটি হলে শাহরুখ খানের ‘পাঠান’ ছবি দেখতে গিয়েছিলেন একঝাঁক ভারতীয় ক্রিকেটার।

এদিকে, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেও প্রথম দুই ম্যাচে ডাগআউটে বসতে হয়েছে পৃথ্বী শা-কে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়তে হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এবার পৃথ্বীর ভাগ্যে আদৌ শিকে ছেঁড়ে কি না, সেটাই দেখার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে এখনও পর্যন্ত ব্যর্থ ভারতীয় টপ অর্ডার। একদিনের সিরিজে স্বপ্নের ফর্মে থাকা শুভমন গিল হতাশ করেছেন। একই কথা প্রযোজ্য তাঁর সঙ্গী ওপেনার ঈশান কিসানের ক্ষেত্রে। আরেক ব্যাটার রাহুল ত্রিপাঠীও ব্যর্থ। ফলে বাড়তি চাপ পড়ছে সূর্যকুমার যাদব ও হার্দিকের উপরে। আরও একটা বিষয়, এই সিরিজের পর দীর্ঘদিন টি-২০ ফরম্যাটে টিম ইন্ডিয়ার কোনও ম্যাচ নেই। তাই পৃথ্বীকে দেখে নেওয়ার সেরা সুযোগ থাকছে আমেদাবাদে। শেষ পর্যন্ত ত্রিপাঠীকে বসিয়ে বুধবার যদি পৃথ্বীকে খেলানো হয়, তাহলে অবাক হওয়ার কোনও কারণ নেই। তবে পুরোটাই নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপরে।

সিরিজ জয়ের লড়াইয়ে নামার আগে পিচ নিয়েও আলোচনা তুঙ্গে। লখনউয়ের পিচ নিয়ে গত কয়েকটা দিনে কম জলঘোলা হয়নি। মঙ্গলবার ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় স্টেডিয়ামে পা রেখেই সবার আগে চলে গেলেন উইকেট দেখতে। বেশ কিছুটা সময় আলোচনাও করলেও পিচ কিউরেটরের সঙ্গে। কিউরেটরের দাবি, পিচ রানে ভরা। তাই বুধবার আরও একটা হাই স্কোরিং ম্যাচের সাক্ষী থাকার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। যদিও মিডিয়ার মুখোমুখি হয়ে হার্দিকের ডেপুটি সূর্যকুমার যাদব বলে গেলেন, ‘‘হার্দিকের সঙ্গে আলোচনা করে ঠিক করেছি, উইকেটের চরিত্র নিয়ে আর মাথা ঘামাব না। পিচ নিয়ে আমাদের কোনও সমস্যা নেই।’’

সাদা বলের ফরম্যাটে নিয়মিত খেলছেন। এবার লাল বলেও জাত চেনাতে চান সূর্য। তাঁর বক্তব্য, ‘‘প্রত্যেক ক্রিকেটারই টেস্ট খেলার স্বপ্ন দেখে। আমিও এর ব্যতিক্রম নই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটা খুব উত্তেজক হতে চলেছে।’’

২০২১ সালের ১৪ মার্চ, এই স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্যর। তিনি বলছেন, ‘‘এই মাঠেই প্রথমবার দেশের হয়ে খেলেছিলাম। দুর্দান্ত স্টেডিয়াম। দারুণ দর্শক। ফের এই মাঠে খেলব, ভাবতেই ভাল লাগছে।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

বাংলায় এসআইআর নিয়ে দ্রুত শুনানি হোক, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর 

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR)নাম করে হয়রান করা হচ্ছে বাংলার মানুষকে। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি...

ওটিটিতে আসছেন কৌশানী-শ্রাবন্তী, পুরুলিয়ায় পাড়ি একেনের 

২০২৬ এর বাংলা বিনোদন জগতে জুড়ে একের পর এক চমক। চলতি বছরে একাধিক বিগ বাজেট ছবি মুক্তির কথা...

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...