Sunday, November 16, 2025

Union Budget : বাজেটে গরিব বন্দিদের জামিনে সাহায্য, দিশা নেই জনমুখী প্রকল্পের !

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। বলাইবাহুল্য এই বাজেটে (Union Budget 2023-24) বাংলার বরাদ্দ সেরকম কিছু নেই। ২০২৪ এর লড়াইয়ের আগে দেশের ৯ রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election)। ঠিক সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই এবারের বাজেট বলেই মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। তা না হলে জনমুখী প্রকল্পের (People-oriented projects)ঘোষণা না করে গরিব বন্দিদের ‘জামিনে’র চমক দিতে কেনই বা ব্যস্ত হয়ে উঠবে মোদি সরকার (Modi Government)- এ প্রশ্ন আমজনতার।

এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে কর্ণাটক (Karnataka),কারণটা বেশ স্পষ্ট। সাম্প্রতিক কালে দুর্নীতি-সহ একাধিক অভিযোগে জেরবার বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)সরকার। এখানে বিজেপির পরাজয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে। সেখান থেকে মানুষের মন ঘোরাতেই ঢালাও বরাদ্দ এই রাজ্যের জন্য। অন্যদিকে জনমুখী প্রকল্পের দিশা দেখাতে না পেরে এবার চমকের গিমিক তৈরি করল কেন্দ্রীয় সরকার (Central Government)। বুধবারের সকালে অফিস যাওয়ার ফাঁকেই বারবার বাজেটে চোখ বুলিয়েছেন আমজনতা। আর সেখানেই মিলেছে চমকের বন্যা। কর্মসংস্থানের সঠিক পথ দেখাতে না পেরে এবার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাই হল ৮৭ মিনিটের বাজেটে, অন্তত তেমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের।বিচারাধীন বন্দিদের জন্য এই বাজেটে বিশেষ ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, যেসব গরিব বিচারাধীন বন্দি টাকা জোগাড় করতে না পেরে জামিন পাচ্ছেন না, এবার তাঁদের পাশে থাকবে সরকার। টাকার অভাবে বহু বিচারাধীন বন্দি জামিন পেয়েও বাইরে বেরিয়ে আসতে পারেন না। এবার সেই দিকে বিশেষ গুরুত্ব দেবে সরকার বলেই জানিয়েছেন মন্ত্রী। প্রসঙ্গত গত বছর দেশের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টগুলির প্রধান বিচারপতিদের সম্মেলনে বিচারাধীন বন্দিদের গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে। যদিও জামিনের টাকা কীভাবে দেওয়া হবে বা এই ক্ষেত্রে সংশোধনাগারে কোন কোন পরিকাঠামো অন্তর্ভুক্ত করা হবে, সেই বিষয়ে কিছু জানান হয় নি। তবে আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে তৈরি করা এবারের বাজেটে এটাই সম্ভবত চমকপ্রদ ঘোষণা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

spot_img

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...