Tuesday, November 11, 2025

আদানি ইস্যুতে ফের উত্তাল সংসদ, সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা

Date:

Share post:

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের(Hindenbarg Report) রিপোর্ট প্রকাশ্যে আসার পর রক্তক্ষরণ অব্যাহত আদানি গোষ্ঠীর(Adani Group)। করফাঁকি থেকে কারচুপি, এমনকি জালিয়াতির অভিযোগও উঠে এসেছে আদানি গোষ্ঠীর(Adanai Group) বিরুদ্ধে। এই ইস্যুতেই শুক্রবার ফের উত্তাল হয়ে উঠল সংসদ। এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবিতে সংসদের(Parliament) দুই কক্ষে সরব হল বিরোধীরা(Opposition)। এই ইস্যুতে সরকারের কাছে আলচনারও দাবি জানানো হয় বিরোধীদের তরফে। বিক্ষোভের জেরে দুপুর ২.৩০ পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। এবং আগামী সোমবার পর্যন্ত মুলতুবিও করা হয়েছে লোকসভা।

আদানি ইস্যুতে সরকারকে চাপে ফেলতে এক ছাতার তলায় এসেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদীয় রণকৌশল তৈরিতে বৃহস্পতিবার কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিয়েছিল ২০ টি রাজনইতিক দল। শুক্রবারও সকাল ১০ টা নাগাদ বৈঠক ডাকে কংগ্রেস যেখানে উপস্থিত হয় ১৬ টি বিরোধী রাজনৈতিক দল। যেখানে কংগ্রেসের পাশাপাশি উপস্থিত ছিল ডিএমকে, সপা, বিআরএস, আপ, আরজেডি, জেডিইউ, সিপিএম, সিপিআই, এনসিপি সহ অন্যান্য দলগুলি। তবে এই বৈঠকে তৃণমূলের তরফে কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আদানি ইস্যুতে সরকারকে চাপে ফেলতে কোনও কসুর করবে না বিরোধীরা। সেইমতো এই ইস্যুতে সংসদে আদানি গোষ্ঠীর বিপর্যয় নিয়ে আলোচনার দাবি জানায় বিরোধীরা। পাশাপাশি গোটা ঘটনায় যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখায় বিরোধীরা। তুমুল হইহট্টগোলের জেরে আগামী সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। পাশাপাশি ২.৩০ পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভাও।

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...