Friday, November 14, 2025

কেন্দ্রের টাকা নিয়ে স্মৃতির দাবিকে নস্যাৎ করলেন কুণাল

Date:

Share post:

একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন শাসকদলের নেতামন্ত্রীরা। কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ তাঁদের।মুখ্যমন্ত্রীও এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবীর সুর চড়িয়েছেন।এই পরিস্থিতিতে কলকাতা সফরে এসে শনিবার পাল্টা রাজ্যকে দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজ্য সরকার নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের বরাদ্দ ২৬ হাজার ৭৫১ লক্ষ টাকা খরচ করতে পারেনি বলেই অভিযোগ করলেন তিনি।

স্মৃতির দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে তৃণমূল।কেন্দ্রীয় বাজেটের সুফল বোঝাতে শনিবারই কলকাতায় আসেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, বাংলার সরকার ২০১৭-১৮ সাল থেকে এখনও পর্যন্ত আমার দফতরের (নারী ও শিশুকল্যাণ মন্ত্রক) ২৬ হাজার ৭৫১ লক্ষ টাকা খরচই করতে পারেনি। প্রকল্পের টাকা পাওয়া সত্ত্বেও কেন খরচ করতে পারল না, রাজ্যকে তা জানাতে হবে বলেও দাবি করেন স্মৃতি।

এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেন, উনি কথা আর সংখ্যার জাগলারি করছেন।সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। কেন্দ্র টাকা দেয় না, এটা এখন সবার জানা। আর একটা প্রবণতা হচ্ছে, যে বছর যে সময় যে টাকা দেওয়ার সেটা হয় সময়ে দেয় না অথবা পরে এমন সময় টাকা দেয় যে কাজ করা যায় না। স্মৃতি ইরানি সস্তার রাজনীতি করেছেন। বাংলার মানুষ এসব বোঝে।

 

 

spot_img

Related articles

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...