Tuesday, November 11, 2025

বিজেপির জনবিরোধী নীতি আর সিপিএমের স*ন্ত্রাস: মহেশতলার সভা থেকে মনে করালন কুণাল

Date:

Share post:

কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির পাশাপাশি বামপন্থীদের সন্ত্রাসের কথাও ভুললে চলবে না। মনে রাখতে হবে বাম আমলের হিংসা, কেলেঙ্কারি ও লোডশেডিং, স্বজনপোষণের কথাও। সোমবার বিকেলে ডায়মন্ড হারবার সংসদীয় কেন্দ্রের মহেশতলার বাটা মোড়ের জনসভা থেকে ৩৪ বছরের স্মৃতি মনে করিয়ে সিপিএমকে (CPIM) ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কয়েকদিন আগেই মহেশতলায় সভা করেছিল সিপিএম (CPIM)। একদা বামপন্থীদের ঘাঁটিতে সেই সভায় অনেক চেষ্টা করেও লোক জোটাতে পারেননি নেতারা। এমনই হাঁড়ির হাল এ রাজ্যের বামপন্থীদের। সেই সভার একেবারে উল্টো ছবি দেখা গেল সোমবার। মহেশতলায় তৃণমূলের জনসভায় উপচে পড়ল ভিড়। মহেশতলার বাটা মোড়ের জনসভার প্রধান বক্তা ছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন সিপিএমকে তীব্র আক্রমণ করে কুণাল বলেন, আটের দশকে ইংরাজি তুলে দিয়েছিল বাম সরকার। যখন কমপিউটার আসছে, তখন কমরেডরা স্লোগান তুললেন, কমপিউটার ঢুকবে দেবো না। হংকং ব্যাঙ্কে ভাঙচুর করলেন। কী হল? বাংলার ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে গেল। কয়েকটা প্রজন্মকে এভাবে শেষ করে দিলেন। আর এখন তাঁদের সামনে বক্তৃতা করছেন? শিক্ষায় অনিলায়ন-এর কথা ভুলে গেলেন? সবটা কন্ট্রোল করতেন অনিল বিশ্বাস। যাঁরা সিপিএমের হোলটাইমার তাঁদের পরিবারে একাধিক সরকারি চাকরি, কোথা থেকে হল কমরেড? কোন মেরিট লিস্ট, কোন ওএমআর শিটে এসব হয়েছিল কমরেড? সন্ত্রাস, গণহত্যা, লোডশেডিং, ধর্ষণ, নারী নির্যাতন কী ছিল না বাংলায়? তাঁরাও এখন কথা বলছে? আর এখন বাংলায় এই সিপিএম বিজেপির হাত ধরেছে। বিজেপি রাজনৈতিক ভাবে পারবে না বুঝতে পেরে সঙ্গে নিয়েছে সিপিএম ও কংগ্রেসকে। এ রাজ্যে বিজেপির দুই ভাই, সিপিএম ও কংগ্রেস আই। দুই ভাই মিলে গোলমাল পাকাচ্ছে। আর বিজেপি কিছু দেখলেই কেন্দ্রের টিম পাঠিয়ে দিচ্ছে। ২০০৯ সালে ভোটে হারবে বুঝেই মারাদোনাকে নিয়ে এসেছিল।

কুণাল আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। তাঁদের গোটা বাংলা দেখতে হয়। ডায়মন্ড হারবার দেখবেন আপনারা। চব্বিশের ভোটে এখানে তাঁকে বিরাট ব্যবধানে জেতাতে হবে। আপনারা অনেক সুট, বুট পরা প্রধানমন্ত্রী দেখেছেন। চব্বিশের ১৫ আগস্ট এবার দিল্লিতে পতাকা তুলবেন তাঁতের শাড়ি ও হাওয়াই চটি পরা বাংলার ঘরের মেয়ে। তাই তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ৪২টি কেন্দ্রেই জেতাতে হবে।

আরও পড়ুন- ম‍্যানসিটির বিরুদ্ধে বড় আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রিমিয়ার লিগ কমিটির

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...