Saturday, August 23, 2025

এবার কোচের বিরুদ্ধে ধ*র্ষণ এবং ব্ল্যাক*মেলিংয়ের অভিযোগ জাতীয় স্তরের এক কবাডি খেলোয়াড়ের !

Date:

Share post:

এবার কোচের বিরুদ্ধে ধর্ষণ এবং ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ আনলেন জাতীয় দলের এক কবাডি খেলোয়াড় ৷ ২৭ বছরের অভিযোগকারিণী জানিয়েছেন, তাঁকে লাগাতার ভয় দেখিয়েছেন কোচ ৷ হুমকি দিয়েছেন, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হবে !

গুজরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই দ্বারকার বাবা হরিদাস নগর থানায় ওই তরুণী তাঁর কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সোমবার পুলিশের তরফে ওই কবাডি খেলোয়াড়কে ফের ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ফৌজদারী ধারার ২৬৪ নম্বর ধারায় অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করা হয়েছে ৷ এক্ষেত্রে কোনও বিচারকের সামনে বয়ান রেকর্ড করা হয় ৷

কী অভিযোগ ওই তরুণীর?
পুলিশের সূত্রে জানা গিয়েছে , “নিজের বয়ানে ওই তরুণী জানিয়েছেন, ২০১২ সালে দিল্লির মুণ্ডকার কাছে হীরাকুণ্ডয় তিনি কবাডি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷ এরপর ২০১৫ সালের মার্চ মাসে তাঁর কোচ তাঁর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেন ৷ পরবর্তীতে ২০১৮ সালে একটি প্রতিযোগিতায় জয়ী হন ওই তরুণী ৷ সেই বাবদ বেশ কিছু টাকা পান তিনি ৷ সেই সময় ওই টাকার একটি অংশও তাঁর কোচ তাঁকে দিতে বাধ্য করেন ! এর ফলে ওই তরুণী অভিযুক্তের ব্যাঙ্ক একাউন্টে ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা ট্রান্সফার করেন ৷
যাঁর নামে এত অভিযোগ উঠছে, সেই ব্যক্তির নাম যোগীন্দর ৷ এরপর ২০২১ সালে ওই তরুণী বিয়ে করেন ৷ এরপর থেকে সমস্যা আরও বাড়ে বলে অভিযোগ করেছেন ওই খেলোয়াড় ৷ তরুণীর দাবি, তাঁর কোচ তাঁকে হুমকি দিচ্ছেন ! তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার ভয় দেখাচ্ছেন।
দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন এই প্রসঙ্গে জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...