Monday, August 25, 2025

আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দু নম্বরে উঠে এলেন পান্ডিয়া

Date:

Share post:

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন পান্ডিয়া। আফগানিস্তানের মহম্মদ নবীকে টপকে শুধু সেরা দুইয়েই ওঠেননি, রেটিং পয়েন্টে শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঘাড়ে নি:শ্বাস ফেলছেন। এক নম্বরে থাকা সাকিবের রেটিং ২৫২, পান্ডিয়ার ২৫০। তিনে থাকা নবীর রেটিং পয়েন্ট ২৩৩। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের নৈপুণ্যে মোট ৩৩ পয়েন্ট যোগ হয়েছে হার্দিক পান্ডিয়ার।

শুধু পান্ডিয়াই নন, আইসিসির সম্প্রতি প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ভারতীয় দলের আরও দুই ক্রিকেটার। বাঁহাতি পেসার অর্শদীপ সিং আট ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে। ২৩ বছর বয়সী শুভমান গিল কিউইদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৬৩ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলার আগে ছিলেন ১০০–র বাইরে। ব্যাটসম্যানদের নতুন র‍্যাঙ্কিংয়ে ১৬৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০তম স্থানে।

ভারতের সূর্যকুমার ব্যাটসম্যানদের এক নম্বর স্থান ধরে রেখেছেন। দুইয়ে অপরিবর্তিত পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানও। নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে টপকে তিনে উঠে এসেছেন বাবর আজম। টি-টোয়েন্টির বোলারদের মধ্যে প্রথম তিনটি স্থানে যথারীতি আছেন রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আদিল রশিদ। একই চিত্র ওয়ানডের সেরা তিনেও। শীর্ষ তিন বোলার মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড ও ট্রেন্ট বোল্ট নিজেদের অবস্থান ধরে রেখেছেন। ব্যাটসম্যানদের মধ্যে কুইন্টন ডি কককে টপকে তিনে উঠে এসেছেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের সাকিব টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও অলরাউন্ডারদের শীর্ষ স্থান টিকিয়ে রেখেছেন। আছেন ওয়ানডে বোলারদের সপ্তম স্থানে, যেখানে মোস্তাফিজুর রহমান আছেন নয় নম্বরে।

 

spot_img

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...