Thursday, December 11, 2025

মহাকাশ গবেষণার ইতিহাসে নয়া রেকর্ড! SSLV-D2-র সফল উৎক্ষেপণ ইসরোর

Date:

Share post:

ইসরোর (ISRO) মুকুটে নয়া পালক। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে ফের নয়া রেকর্ড গড়ল ইসরো। শুক্রবার সফলভাবে উৎক্ষেপণ করা হল ইসরোর তৈরি ছোট মহাকাশযান SSLV-D2। পাশাপাশি এদিন একই সঙ্গে লঞ্চ করানো হল ৩টি উপগ্রহ। এবার সবচেয়ে ছোট মহাকাশযান SSLV-D2 উৎক্ষেপণ করল তাঁরা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

SSLV-D2 যে তিনটি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে তার মধ্যে রয়েছে আমেরিকার সংস্থার Janus-1, চেন্নাইয়ের স্পেশ স্টার্টআপ স্পেসকিডজ স্যাটেলাইট AzaadiSAT-2 এবং ইসরোর স্যাটেলাইট EOS-07। শুক্রবার সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ নতুন মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ওই তিনটি স্যাটেলাইটকে ৪৫০ কিলোমিটার দূরে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। SSLV-D2 নির্মাণের জন্য খুবই কম অর্থ খরচ করা হয়েছে। সেই সঙ্গে এই রকেট একাধিক উপগ্রহকে খুব সহজেই কক্ষপথে স্থাপন করতে সক্ষম।

ইসরোর তরফে এদিন জানানো হয়েছে, SSLV-D2 লম্বায় ৩৪ মিটার। ওজন প্রায় ১৭৫ কিলোগ্রাম। উল্লেখ্য, এর আগে গত বছর SSLV-D2 উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই বছর ইসরোর মিশন সফল হয়নি কারণ উৎক্ষেপণের সময় একাধিক সমস্যা দেখা গিয়েছিল। এরপরই সেই সময় উৎক্ষেণ স্থগিত করে দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর তরফে আরও জানানো হয়েছে AzaadiSAT-2 উপগ্রহটি তৈরি করেছে ৭৫ জন ভারতীয় ছাত্র। তাপমাত্রা ও রিসেট গণনার মতো বিভিন্ন স্বাস্থ্য ডেটা পরিমাপ করবে উপগ্রহটি।

 

 

spot_img

Related articles

উত্তরে দ্রুত নামছে তাপমাত্রা, দক্ষিণের সর্বনিম্ন উষ্ণতা ১১ ডিগ্রির ঘরে!

রাজ্যজুড়ে শীতের চেনা মেজাজ। বৃহস্পতির সকাল থেকেই দক্ষিণবঙ্গের পারদ পতন অব্যাহত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Lowest temperature) আজ...

যারা গায়ে হাত দিয়েছে সবাই গ্রেফতার: গীতাপাঠের মাঠে হকার মারধরে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

খাস কলকাতায় বাঙালির খাদ্যাভ্যাস বদলানোর চেষ্টা বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতকারীদের। ময়দানে মার খেলেন বাঙালি ফেরিওয়ালারা। নষ্ট করা হল তাঁদের...

ইথানল কারখানা থেকে জমিতে দূষণ ছড়াবে: রাজস্থানে প্রতিবাদী কৃষকদের পুলিশের মার!

এলাকায় ইথানল কারখানা হলে চাষের খেতে দূষণ ছড়াবে। জল দূষিত হবে। দীর্ঘ এক বছর ধরে রাজস্থানের হনুমানগড় জেলার...

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক অভিযুক্ত লুথরা ভাইরা: সূত্র 

গোয়া নৈশকালীন রেস্তোরাঁর অগ্নিকাণ্ডের (Goa night club fire incident) ঘটনায় এবার আটক করা হল মূল অভিযুক্ত সৌরভ ও...