প্রকাশিত হয়েছে প্রাথমিকে টেট (Primary TET)পরীক্ষার ফল। ১০ ফেব্রুয়ারি, শুক্রবার পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Paul)এই ফল প্রকাশ করেন। ২০২২ সালের ১১ ডিসেম্বর হওয়া টেট পরীক্ষার ফলাফল ২ মাসের মধ্যেই প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। দেখা গেল হুগলির মৌনিশা কুণ্ডু (Mounisha Kundu)দ্বিতীয় স্থান অধিকার করেছেন। খুশি তাঁর পরিবার ও আত্মীয়রা।

এবারের পরীক্ষায় আরও বেশি স্বচ্ছতা আনতে অ্যানসার কী প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবারই সেই চূড়ান্ত অ্যানসার কি প্রকাশ করে ফেলেছে পর্ষদ। প্রতিটি প্রশ্নপত্রের বুকলেটের অ্যানসার কী প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশিত হওয়ার পর খুশির হাওয়া হুগলি জেলার আরামবাগে। এবারের টেটে দ্বিতীয় স্থানে রয়েছেন হুগলির মৌনিশা কুণ্ডু, ফল প্রকাশের পরেই খুশির হাওয়া কুণ্ডু পরিবারে।ফল প্রকাশের পর মৌনিশা বলেন “পরীক্ষায় ভালো ফল করতে পারবো সেটা জানতাম। কিন্তু দ্বিতীয় স্থান লাভ করে আরও ভালো লাগছে।”
