Thursday, May 15, 2025

পঞ্চায়েতের আগে ‘ছন্নছাড়া’ বিজেপিকে অক্সিজেন জোগাতে শহরে নাড্ডা

Date:

Share post:

ঝটিকা সফরে রাজ্যে পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পা রাখলেন বিজেপি সভাপতি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি(BJP) সভাপতি সুকান্ত মজুমদারসহ(Sukanta Majumdar) অন্যান্য নেতারা। জানা গিয়েছে, আগামীকাল রাজ্যে দুই কর্মসূচি রয়েছে নাড্ডার। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে ‘ছন্নছাড়া’ বিজেপির ক্লাস নেবেন তিনি। রাজ্য নেতাদের কোথায় কী সমস্যা হচ্ছে তা জানতে দফায় দফায় বৈঠক করার কথা রয়েছে তাঁর।

কলকাতায় পা রাখার পর শনিবার রাতে নিউটাউনের হোটেলেই বঙ্গ নেতৃত্বের সঙ্গে বিশেষ বৈঠক করেন নাড্ডা। এদিনের বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতির পাশাপাশি, চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার কৌশল নিয়েও আলোচনা হয় রাজ্য নেতৃত্বের সঙ্গে। পাশাপাশি রাজ্য নেতৃত্বের মধ্যে যে গোষ্ঠী কোন্দল চলতে তা অবিলম্বে মিটিয়ে ফেলার কড়া নির্দেশ দেন তিনি। বিজেপির তরফে জানা গিয়েছে, রবিবার রাজ্যে দুই কর্মসূচি রয়েছে নাড্ডার। প্রথমে পূর্ব বর্ধমানের কাটোয়ায় এবং পরে পূর্ব মেদিনীপুরের কাঁথির রামনগরে জনসভা করবেন তিনি।

ঘরোয়া কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব, বুথ কমিটি সম্পূর্ণ না হওয়া নিয়ে এর আগে একাধিকবার কড়া নির্দেশ দিয়েছেন দিল্লির নেতৃত্ব। এবারের রাজ্য সফরে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেবেন তিনি। পাশাপাশি জেলার সাংগঠনিক নেতৃত্বের সঙ্গেও আলাদা করে বৈঠক করার কথা রয়েছে নাড্ডার। পাশাপাশি দলে ভাঙন ঠেকানো এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কী কৌশল নেওয়া হবে, সে ব্যাপারেও বঙ্গ বিজেপি নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি।

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...