২০১৯ সালে আজকের দিনে জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) পুলওয়ামার(Pulwama) ঘটেছিল ভয়াবহ জঙ্গি হামলা(Terror Attack)। ১৪ ফেব্রুয়ারির সেই রক্তাক্ত স্মৃতি স্মরণ করে টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। টুইটারে লিখলেন, বীরদের আত্মবলিদান আমরা কখনও ভুলব না।

পুলওয়ামা জঙ্গি হামলার ভয়াবহ সেই স্মৃতি স্মরণ করে মঙ্গলবার টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “পুলওয়ামা হামলায় এইদিনে আমরা, আমাদের বীরদের হারিয়েছি। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।” উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ক্যাম্প থেকে সেনা জওয়ানদের নিয়ে যাওয়ার সময় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জেলার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। যার জেরে শহিদ হন অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান। ভয়াবহ এই হামলায় প্রেমের দিনে দেশে নেমে আসে শোকের ছায়া।

Remembering our valorous heroes who we lost on this day in Pulwama. We will never forget their supreme sacrifice. Their courage motivates us to build a strong and developed India.
— Narendra Modi (@narendramodi) February 14, 2023
এই দিন প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। জানা যায়, ঘটনার দিন একটি আন্তর্জাতিক সংস্থার টিভি শোয়ের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। এই নৃশংস জঙ্গি হামলার খবর পাওয়া সত্ত্বেও উদ্যোগ নেওয়া তো দূরের কথা নির্বাচনের আগে আত্মপ্রচারের জন্য এই শ্যুটিং চালু রাখেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক তৈরি হয় দেশে।
