Thursday, August 28, 2025

মরসুম শেষেই নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি

Date:

Share post:

পিএসজিতে সময় ভালো যাচ্ছে না নেইমারের।দুদিন আগেই ম্যাচ হেরে মেজাজ হারিয়ে দলের মালিকের সঙ্গেই বচসায় জড়ান।ফের গুঞ্জন মরসুম শেষেই নেইমারকে বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিএসজি।যদিও এর আগেও ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে এমন খবর ছড়িয়েছিল।ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’র দাবি, শুধু নেইমার নয়, মেসিকেও নাকি ছেড়ে দিতে পারে পিএসজি।

মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে কথা চলছে পিএসজির—এ খবর নতুন নয়।আর্জেন্টাইন তারকা বিশ্বকাপ জয়ের পর থেকেই এই নতুন চুক্তি নিয়ে কথা শুরু হয়েছে। মেসির চুক্তি নতুন করে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে দুই পক্ষই এবারের চ্যাম্পিয়নস লিগে ক্লাবের ভাগ্য জানার অপেক্ষায় আছে।
বার্সেলোনা থেকে ২০১৭ সালে নেইমারকে দলবদলের রেকর্ড ফি–তে দলে নিয়েছিল পিএসজি। একই ক্লাব ছেড়ে ২০২১ সালে প্যারিসে নেইমারের সতীর্থ হন মেসি। চ্যাম্পিয়নস লিগে আগামিকাল শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। ক্লাবটি জলের মতো টাকা খরচ করে মেসি-নেইমার ও কিলিয়ান এমবাপের মতো তারকাদের নিয়ে দল সাজিয়েছে। ঘরোয়া পর্যায়ে সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি পিএসজি।
ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিএসজির মালিকপক্ষ চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা নিয়ে বিরক্ত। গত জুনেই এ নিয়ে পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি বলেছেন, ‘আমাদের সম্ভবত এমন দামি তারকার দরকার নেই।চমক দেখানোর যুগ শেষ হয়েছে।’
নেইমারের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। ২০১৯ সালে নেইমার প্যারিস ছাড়তে চাওয়ার পরও তাঁর সঙ্গে চুক্তি নবিকরণ করেছে ক্লাব। কিন্তু কাতার বিশ্বকাপের পর থেকে পিএসজির হয়ে সেভাবে ভালো খেলতে পারছেন না নেইমার। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ‘দোহায় পিএসজির কর্তারা মিলে নেইমারের ভবিষ্যৎ ঠিক করেছেন।সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মরসুম শেষে তাঁকে ছেড়ে দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে তাঁর খারাপ পারফরম্যান্স এবং সতীর্থদের সঙ্গে আচরণ এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোস গত মরসুম শেষেই জানিয়েছিলেন, কিছু খেলোয়াড়কে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ক্লাব। শনিবার রাতে মোনাকোর কাছে পিএসজির ৩-১ গোলে হারের পর লুইস কাম্পোসের সঙ্গে কথা–কাটাকাটি হয় নেইমারের। পিএসজির দুই খেলোয়াড় ভিতিনহা ও উগো একিতেকেরও সমালোচনা করেন ব্রাজিলিয়ান তারকা।সবমিলিয়ে যা পরিস্থিতি, তাতে পিএসজি নেইমারকে ছেড়ে দিলে অবাক হওয়ার মতো কিছু ঘটবে না।

 

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...