Friday, January 2, 2026

অমর্ত্যর সমর্থনে পোস্ট, পড়ুয়াকে শোকজ বিশ্বভারতী কর্তৃপক্ষের

Date:

Share post:

বিশ্বভারতী ও নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদ ও বিতর্কের মধ্যেই এক পড়ুয়াকে শোকজ করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই পড়ুয়ার অন্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদের সমর্থনে লেখা পোস্ট করেছিলেন। জানা গিয়েছে, ওই ছাত্রের নাম সৌমনাথ সৌ। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের ছাত্র। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর সঙ্গেও যুক্ত ওই পড়ুয়া।

অমর্ত্য সেনকে সমর্থন করে শৃঙ্খলাভঙ্গ করেছে ওই ছাত্র, এই মর্মেই তাঁকে শোকজের চিঠি ধরিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
শৃঙ্খলাভঙ্গ নিয়ে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, ফের শৃঙ্খলাভঙ্গ করলে ওই ছাত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এ ব্যাপারে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাননি ওই ছাত্র। তবে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে জোরচর্চা শুরু হয়েছে।

অমর্ত্যর সমর্থনে সম্প্রতি ফেসবুকে ওই পড়ুয়া লেখেন, ”সমষ্টি এবং ভূমি সংস্কার আধিকারিকের দফতর থেকে দেওয়া তথ্য বলছে, ১.৩৮ একর জমির মালিক অধ্যাপক অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেন। তাহলে শুধুই কি উপাচার্যের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য টার্গেট করা হচ্ছে? যদি না হয়, তাহলে বিশ্বভারতী .১৩ একর জমির মালিকানার কাগজ বের করুক এবং আদালতের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হোক। নোংরামির একটা সীমা থাকা উচিত।”

উল্লেখ্য, তবে বিশ্বভারতী এবং অমর্ত্য সেনের মধ্যে টানাপোড়েনের আঁচ এসে পডেছে রাজ্য রাজনীতিতেও। সম্প্রতি, বীরভূম সফরে গিয়ে নিজেহাতে অমর্ত্যকে পৈতৃক ভিটের কাগজপত্র দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভাতেও বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন তিনি। অমর্ত্যর মতো মানুষকে জমি দখলকারী বলে দাগিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর সরকার হলে অমর্ত্যর পায়ে জমি নিবেদন করত বলে জানান। শুধু তাই নয়, বিজেপি ঢুকে বিশ্বভারতীর পরিবেশ নষ্ট করছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। জমি বিতর্কে বাম-কংগ্রেসও অমর্ত্যর সমর্থনেই মুখ খুলেছে।

spot_img

Related articles

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...