Thursday, December 4, 2025

জামিনের আবেদন খারিজ, পার্থর ফের হাজতবাস

Date:

Share post:

টানটান নাটকীয়তায় ভরা এজলাসে শেষ হল পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি। মঙ্গলবার শুনানি শেষে জামিনের আবেদন খারিজ করেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ  চট্টোপাধ্যায়ের ফের হাজতবাস।মঙ্গলবার আদালতে ইডি দাবি করে, পার্থকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ।যদিও পাল্টা পার্থর আইনজীবী বলেন, বাড়িতে মেলেনি টাকা, দলগত অপরাধও নয়। তাই তাকে জামিন দেওয়া হোক।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জীবনকৃষ্ণ শ্রীবাস্তব বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।সেইসময় উনি সম্পূর্ণ সহযোগিতা করেন। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল সেই জিজ্ঞাসাবাদ। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকা পাওয়ার অপরাধে আমার মক্কেলকে গ্রেফতার করা হয়।অথচ বলা হচ্ছে, তিনি দলবদ্ধভাবে অপরাধে যুক্ত। অথচ ওঁকে একা জেল হেফাজতে রাখা হচ্ছে। এমনকী বিধায়ক আইনও দেওয়া হয়নি। ইডি-র এক্তিয়ার নেই এই ধরনের মামলা দেওয়ার। এই গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হোক। তদন্ত চলুক। সব রকম সাহায্য করা হবে। এর পাল্টা যুক্তি খাড়া করেন ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি বলেন,  পার্থ চট্টোপাধ্যায় প্রথম থেকেই প্রভাবশালী। গ্রেফতারের পরেও তাঁর প্রভাব দেখতে পাওয়া গিয়েছে। নিজের অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীর নাম দিয়েছিলেন। কোনটা উদ্যেশ্য প্রণোদিত বোঝাই যাচ্ছে।

দুই তরফের বক্তব্য শোনার পর বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশে বলেন, এখানে আপনারা দুটো আবেদন করেছেন। একটিতে মামলা থেকে অব্যাহতি চাইছেন, আবার বলছেন জামিন দিলেও তদন্তে সহায্য করবেন। দু’টি একসঙ্গে হয় কীভাব? এরপরই পার্থর আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদন তুলে নেন।

 

spot_img

Related articles

সহ্য় হয় না নিজের থেকে সুন্দরদের! হরিয়ানার তরুণীর রোষের শিকার সন্তান-সহ ৪ শিশু

বিয়ে বাড়ির ভিতরেই ৬ বছরের ভাইঝিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে৷ হরিয়ানার (Haryana) পানিপথের ঘটনার তদন্তে নেমে...

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...

ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

"সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বিধানসভায়...

বাগদানের পর বিজয়ের সঙ্গে সম্পর্কে ফাটল রশ্মিকার! বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা

বিনোদন জগতের তারকাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যদি অফস্ক্রিনে ধরা দেয় তাহলে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায় অনুরাগীদের...