Thursday, August 28, 2025

পছন্দের ব্যক্তি হারলেই গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে এরা: ধনকুবেরকে তোপ জয়শঙ্করের

Date:

Share post:

আদানি ইস্যুতে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) আক্রমণ শানিয়েছিলেন মার্কিন ধনকুবের জর্জ সোরস(George Soros)। তাঁর মন্তব্যের পাল্টা এবার কড়া ভাষায় সোরসকে তোপ দাগলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)। তাঁকে ‘একগুঁয়ে, বিপজ্জনক ব্যক্তি’ বলে কটাক্ষ করে জয়শঙ্করের দাবি, “নির্বাচনে এদের পছন্দের ব্যক্তি জয়ী হলে খুশি হয়। ভোটের ফল অন্যরকম হলেই গণতন্ত্রে ত্রুটি রয়েছে বলে মনে করেন এরা।”

এক সাংবাদিক সম্মেলনে সোরসকে তপ দেগে জয়শঙ্কর বলেন, “সোরস একজন বৃদ্ধ, ধনী, একগুঁয়ে ব্যক্তি। যিনি নিউ ইয়র্কে বসে ভাবেন, তাঁর ধারনা অনুযায়ী গোটা বিশ্ব চলবে। তাঁর ধ্যানধারনাই বিশ্বের সকলের ভাবনাচিন্তা ঠিক করে দেবে। এধরনের ব্যক্তিরা মতামত তৈরির জন্য নিজেদের ধনসম্পদ বিনিয়োগ করে।” এরপরই তিনি বলেন, “এধরনের ব্যক্তি যাঁদের পছন্দ করেন, তাঁরা জিতলেই এঁরা মনে করেন, নির্বাচন ঠিকঠাক হয়েছে। আর ভোটে অন্যরকম ফলাফল হলেই ভাবেন গণতন্ত্রে ত্রুটি রয়েছে। এখন আমি যদি এধরনের ব্যক্তিত্বের মুখ বন্ধ করাতে চাই, তাহলে এদের কথায় গুরুত্বই দেব না।”

উল্লেখ্য, সম্প্রতি জার্মানিতে এক সম্মেলনে অংশ নিয়ে আদানি কাণ্ডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছিলেন জর্জ। সেখানে তিনি বলেন, “আদানি কাণ্ড নিয়ে মোদি এখনও নীরব। এবিষয়ে জবাব দিতেই হবে তাঁকে।” পাশাপাশি তিনি আরও বলেন, “ভারতে এবার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে।” স্বাভাবিকভাবেই জর্জের মন্তব্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়। তাঁর সেই মন্তব্যের পাল্টা এবার কড়া ভাষায় তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর।

spot_img

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...