Thursday, August 21, 2025

শিশির অধিকারীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি কাঁথির সাংসদের

Date:

Share post:

কাঁথির সাংসদ (Contai MP) শিশির অধিকারীর (Shishir Adhokari) নামে এবার ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Fake Bank Account)। অথচ অভিযোগ, শিশির নিজেই সে কথা জানেন না। শনিবার সেই রহস্যময় অ্যাকাউন্টের কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Shitaraman) কাছে জানালেন শিশির। শনিবার সকালে কাঁথির সাংসদের বাসভবনে একটি চিঠি আসে। ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের (Indian Overseas Bank) মেচেদার মাছনা শাখা থেকে চিঠিটি আসে বলে অধিকারী পরিবার সূত্রে খবর। শিশির অধিকারীর অভিযোগ, চিঠি আসার পরেই তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলার বিষয়টি জানতে পারেন তিনি। আর এরপরই তড়িঘড়ি আইনি পরামর্শ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অভিযোগপত্র পাঠান শিশির।

তবে এমন অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের প্রশ্ন এই অ্যাকাউন্ট কতদিন আগেকার? যদি এই একাউন্ট এর বয়স কয়েক বছর হয়, তবে কেওয়াইসি ছাড়া তা চলছে কীভাবে? সর্বোপরি গ্রাহককে ছাড়া এভাবে একাউন্ট খোলা কী করে সম্ভব? আর শিশির অধিকারীর নামেই যদি অ্যাকাউন্ট খোলা হয় তাহলে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং স্বাক্ষর কিভাবে পাওয়া গেলো তা নিয়ে উঠেছে প্রশ্ন।

সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি হল- ১২০৯০১০০০০ ৫৩০৪৫। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, সাংসদের ছবি ও স্বাক্ষর ডকুমেন্টস হিসাবে ব্যবহার করা হয়েছে এই অ্যাকাউন্টে। ব্যাঙ্কের ব্রাঞ্চ কোড উল্লেখ করা হয়েছে ১২০৯। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে শিশিরের অভিযোগ জানানোর কথা স্বীকার করে নিয়েছেন তাঁর পুত্র তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। দিব্যেন্দু বলেন, বাবা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা জানতে পেরেই অভিযোগপত্র পাঠিয়েছেন অর্থমন্ত্রীকে। আমরা চাই যাঁরা তাঁর নাম ব্যবহার করে এ সব করেছেন, তাঁরা ধরা পড়ুক। কারণ এই অ্যাকাউন্ট খোলার জন্য বাবার মতামত যেমন নেওয়া হয়নি, তেমনই বাবা কোনও তথ্য, নথি বা স্বাক্ষরও দেননি।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...