Monday, January 12, 2026

গেরুয়া পাগড়িতে ঐতিহাসিক কনসার্টে গানে গানে বিজেপিকে “জবাব” অরিজিতের

Date:

Share post:

অবশেষে সব বিতর্কে জল ঢাললেন তিনি নিজেই। বুঝিয়ে দিলেন “গেরুয়া” কারও পৈতৃক সম্পত্তি বা পেটেন্ট নয়। এই রং ত্যাগের রং, সন্ন্যাসীদের রং, এই রং স্বামীজীর রং। ঐতিহাসিক কনসার্ট থেকে নাম না করে গানের ভাষাতেই কষে থাপ্পড় মারলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিত মালব্যদের। গেরুয়া পাগড়ি পরে কলকাতার অ্যাকোয়াটিকায় সাড়ে ৩ ঘণ্টা পারফর্ম করে দর্শকদের মাতালেন বাংলার গর্ব, দেশের গর্ব অরিজিৎ সিং। গানে গানে কড়া জবাব দিলেন বিজেপিকে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে অরিজিৎ সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে গান গাইতে গিয়ে ”রং দে তু মোহে গেরুয়া…” গেয়েছিলেন। যেহেতু মঞ্চে শাহরুখ খান ছিলেন, তাই বলিউড বাদশাকে সম্মান জানিয়ে তারই একটি ছবির এই গান গিয়েছিলেন অরিজিৎ। আর তা নিয়েই যাবতীয় বিতর্ক।

কাকতালীয়ভাবে ওই সময়ে ইকো পার্ক থেকে তাঁর কনসার্ট সরানো নিয়ে খামোখা বিতর্ক উস্কে দেয় বঙ্গ বিজেপির কিছু নেতা। ওই সময় শুভেন্দু-দিলীপ-অমিত মালব্যদের দাবি ছিল, “সিনেমা উৎসবের উদ্বোধনী মঞ্চে গেরুয়া গাওয়ার জন্যই ইকো পার্কে বাতিল করা হয়েছে এই শো।” যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন শাসক দলের নেতা-মন্ত্রীরা।

যদিও তাঁকে নিয়ে তৈরি এই যাবতীয় বিতর্কে একটিবারের জন্যও মুখ খুলতে দেখা যায়নি অরিজিৎ সিংকে। কিন্তু, শনিবার অ্যাকোয়াটিকার কনসার্ট থেকে অবশেষে “গেরুয়া বিতর্ক” নিয়ে ভরা কনসার্টের মঞ্চে দাঁড়িয়েইতাৎপর্যপূর্ণ
মন্তব্য করেন গায়ক।

সম্ভবত বিজেপির বাজার গরম করা বিতর্কের জবাব দিতেই ফের মঞ্চে ”রং দে তু মোহে গেরুয়া…” গানটি করেন অরিজিৎ সিং। এরপরেই হাততালির বন্যা বয়ে যায়। মঞ্চে গিটার হাতে অরিজিতের হয়ে কথা বলে তাঁর গান। কিন্তু, এদিন গেরুয়া গান শেষ করার পর অরিজিৎ বলেন, “এই গান নিয়ে প্রচুর জল্পনা কল্পনা হল। কিন্তু, গেরুয়া রংটা তো সন্ন্যাসীদের রং রে বাবা! স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি কোনও দিন সাদা পরতেন সেক্ষেত্রেও কি এত বিতর্ক হত?”

মঞ্চে দাঁড়িয়ে তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নাম না করে অমিত মালব্য, শুভেন্দু অধিকারীদের অরিজিৎ বুঝিয়ে দিলেন গেরুয়া রং বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন, গেরুয়া প্রীতি, হিন্দুত্ব বিজেপির থেকে শেখার নেই। তার জন্য স্বামী বিবেকানন্দ আছেন। অরিজিৎ যেন এদিনের কনসার্ট থেকে মুখ্যমন্ত্রীর ভাষাতেই জবাব দিলেন গেরুয়া শিবিরকে।

আরও পড়ুন:Entertainment : বলি স্টার আয়ুষ্মানের মুকুটে নয়া পালক , উচ্ছ্বসিত ‘ভিকি ডোনার’

 

 

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...