Saturday, January 10, 2026

মহারাজের বায়োপিক, কোন অভিনেতার ভাগ্যে শিকে ছিঁ*ড়ল ?

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর ক্রিকেটজীবন। কেরিয়ারে রয়েছে বিতর্কও। সেই মহারাজের বায়োপিকে মূল চরিত্রে অভিনয় কে করবেন? প্রথম দিন থেকেই একটা নাম ভাসছিল। সেটা রণবীর কাপুর । সৌরভ ব্যক্তিগত ভাবেও পছন্দ করেন রণবীরকে। এছাড়া মহারাজের অন্যতম প্রিয় নায়ক হৃত্বিক রোশনও। তবে বেহালার বাঁ-হাতির চরিত্রে রণবীর কাপুরের নাম প্রথম দিন থেকেই শোনা যাচ্ছিল। আবারও সেই নামটা প্রবল ভাবে জোরালো হল। সব ঠিকঠাক থাকলে ভারতের প্রাক্তন অধিনায়কের বায়োপিকের চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর। জানা গিয়েছে, কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে ।

বায়োপিকের কাজে মাঝে মধ্যেই মুম্বই যাচ্ছেন মহারাজ। নিজের স্ক্রিপ্টও বেশ খুটিয়ে খুটিয়ে দেখে নিচ্ছে না।
মাঝে বেশ কয়েকদিন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ছুটি কাটিয়ে শহরে ফিরেছেন সৌরভ। তাঁর চরিত্রে অভিনয়ের জন্য অনেকের নামই ভাসছিল। তবে প্রথম দিন থেকে দৌড়ে অবশ্যই এগিয়ে ছিলেন রণবীর কাপুর।

ক্রিকেটজীবন থেকে অবসরের পর প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হন সৌরভ। সিএবি সভাপতি হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদেও বসেন মহারাজ। ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হন সৌরভ। তাঁর সভাপতিত্বেও রয়েছে ঘটনার ঘনঘটা। মূলত ক্রিকেটজীবনের কাহিনিই জায়গা পাবে বায়োপিকে। তবে ক্রিকেটজীবনের বাইরের কিছু ঘটনাও নাকি থাকছে স্ক্রিপ্টে। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো, টস করতে এসে অজি অধিনায়ক স্টিভ ওয়াকে দাঁড় করিয়ে রাখার ঘটনা ভারতীয় ক্রিকেটে মিথ হয়ে গিয়েছে। এ রকম রংদার বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে মহারাজের বায়োপিকে।

শনিবার শহরে আসছেন রণবীর কাপুর। সূত্রে্র খবর, কলকাতায় এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। সব কিছু ঠিকঠাক চললে, ইডেন গার্ডেন্সে সৌরভ-রণবীরের সাক্ষাৎ হতে চলেছে। আর তাতেই জল্পনা আরও তুঙ্গে। মহারাজের শহরে এসেই কি বায়োপিকের ডিল ফাইনাল করে ফেলবেন রণবীর কাপুর?

৮ মার্চ রণবীর কাপুরের একটি সিনেমা মুক্তি পাচ্ছে। তারই প্রোমোশনে শহরে আসার কথা বলি তারকার।
খুব তাড়াতাড়িই কলকাতায় শুরু হবে সৌরভের বায়োপিক তৈরির কাজ। শুরু হবে শুটিং। বড় কোনও পরিবর্তন না হলে সৌরভের চরিত্রে অভিনয় করবেন রণবীর কপূর।
প্রযোজক এবং পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন মহারাজ। এখন চিত্রনাট্য প্রায় চূড়ান্ত । রণবীরের সঙ্গে আগেই যোগাযোগ করেছিলেন ছবির নির্মাতারা। কিন্তু তাঁর দিন পেতে সমস্যা হচ্ছিল। বেশ কয়েক দফা আলোচনার পর রণবীর সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। সৌরভও নিজের চরিত্রের জন্য রণবীরের ব্যাপারে সম্মতি দিয়েছেন নির্মাতাদের। প্রাথমিক ভাবে বায়োপিক তৈরিতে খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা।

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...