Wednesday, August 27, 2025

দিল্লিতে বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার অসম পুলিশের

Date:

Share post:

রাইপুর যাওয়ার আগেই দিল্লিতে বিমান থেকে নামিয়ে গ্রেফতার(Arrest) করা হল কংগ্রেসের(Congress) বরিষ্ঠ নেতা পবন খেরাকে(Paban Khera)। এক এফআইআরের(FIR) ভিত্তিতে অসম পুলিশের একটি টিম দিল্লি বিমানবন্দরে(Delhi Airport) গিয়ে গ্রেফতার অরে তাঁকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হল দিল্লি বিমানবন্দরে।

জানা গিয়েছে, রাইপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে দিল্লি থেকে রওনা দিয়েছিল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। যেখানে পবন খেরার পাশাপাশি উপস্থিত ছিলেন রণদীপ সিং সুরযেওয়ালা সহ অন্যান্য নেতারা। তবে বিমানে ওঠার পর হঠাৎ পবন খেরাকে বিমান থেকে নামতে বাধ্য করে দিল্লি পুলিশ। এরপর সেখানে উপস্থিত হয় অসম পুলিশের একটি দল। তাদের তরফে জানানো হয়, অসম পুলিশের অনুরোধে দিল্লি পুলিশ পবন খেরাকে বিমান থেকে নামিয়েছে। কারণ পবন খেরার বিরুদ্ধে একটি এফআইআর রয়েছে। এরপর পবন খেরাকে গ্রেফতার করে অসম পুলিশ। এই ঘটনায় বিমান বন্দরেই তুমুল ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতৃত্বরা।

তবে কেন এই গ্রেফতার? অসম পুলিশের তরফে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর, সম্প্রতি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি যোগ বোঝাতে প্রধানমন্ত্রীর নাম বিকৃত করেন পবন খেরা। নরেন্দ্র মোদিকে ‘নরেন্দ্র দামোদর দাস মোদির ’ জায়গায় ‘নরেন্দ্র গৌতমদাস মোদি’ বলে আখ্যা দেন তিনি। অসম পুলিশের তরফে জানানো হয়েছে, পবন খেরার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে অসমে। যার জেরেই বৃহস্পতিবার দিল্লি পুলিশের সহযোগিতায় বিমান থেকে নামিয়ে গ্রেফতার করা হয়েছে ওই কংগ্রেস নেতাকে।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...