Monday, November 10, 2025

আজ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নামছে ভারতীয় দল, অনিশ্চিত ভারত অধিনায়ক

Date:

Share post:

আজ আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তিন বছর আগে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টি-২০ বিশ্বকাপের ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল হরমনপ্রীত কৌরদের। এবার সেমিফাইনালেই দেখা হচ্ছে দুই হেভিওয়েট দলের। বৃহস্পতিবার কেপটাউনের নিউল্যান্ডস মাঠে টি-২০ বিশ্বকাপের শেষ চারে মুখোমুখি দুই দল।

মুখোমুখি সাক্ষাতে মেগ ল্যানিংয়ের দল অনেকটাই এগিয়ে। ৩০ বারের সাক্ষাতে অস্ট্রেলিয়া যেখানে ২২টি ম্যাচ জিতেছে, সেখানে ভারতের মেয়েরা জিতেছে মাত্র ৭টি ম্যাচে। একটি ম্যাচে কোনও মীমাংসা হয়নি। এবার গত বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ হরমনপ্রীতদের সামনে। অন্যদিকে, অস্ট্রেলীয়রা টি-২০ বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে।

মহারণের আগে ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার বঙ্গতনয়া রিচা ঘোষ বললেন, ‘‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। কিন্তু আমরা ওদের হারাতে পারি। শেষ সিরিজে আমরা ওদের হারিয়েছি।’’ রিচা আরও বলেন, ‘‘আমরা মানসিকভাবে নিজেদের আরও উন্নতি ঘটানোর চেষ্টা করছি। প্রথমে ব্যাট করলে ১৮০ রান করার লক্ষ্য থাকবে আমাদের। ওদের ১৪০-১৫০ রানে আটকে রাখার চেষ্টা করব।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক রেকর্ডও খারাপ। কমনওয়েলথ গেমসে হারের পর ডিসেম্বরে দেশের মাটিতে টি-২০ সিরিজ ৪-১ হেরেছে ভারত। তবু হরমনপ্রীত, স্মৃতি মান্ধানাদের প্রচণ্ড সমীহ করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি বলেছেন, ‘‘আমরা আশা করছি, দু’দলের লড়াই দারুণ উত্তেজক হবে। গত কয়েক বছরে একমাত্র ভারতই আমাদের ধাক্কা দিয়েছে। ওদের দলে রয়েছে বেশ কয়েকজন ম্যাচ উইনার। ভারতীয় দলের একজনকেও আমরা হাল্কাভাবে নিচ্ছি না।’’

টিম কম্বিনেশন নিয়ে একটু চিন্তায় আছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষরা রানের মধ্যে রয়েছেন। বল হাতে ছন্দে রয়েছেন রেণুকা সিং, দীপ্তি শর্মারা। তবে দেবিকা বৈদ্য নাকি রাধা যাদব, বাড়তি স্পিনার-অলরাউন্ডার হিসেবে কাকে খেলানো হবে, তা নিয়েই ধন্দে রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাল্লা ভারী যদিও রাধার।

এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে না-ও খেলতে পারেন হরমনপ্রীত কৌর। সেই সঙ্গে অনিশ্চিত পেসার পূজা বস্ত্রকার।  যা খবর, বুধবার অসুস্থ হয়ে পড়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ও পেসার পূজা বস্ত্রকার। বুধবার স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয় তাদের। তবে স্থানীয় সময় সন্ধ্যে নাগাদ তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন:মহারাজের বায়োপিক, কোন অভিনেতার ভাগ্যে শিকে ছিঁ*ড়ল ?

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...