Monday, May 19, 2025

‘দুয়ারে আইন পরামর্শ’! উদ্যোগে কানাইপুর গ্রাম পঞ্চায়েত

Date:

Share post:

সাধারণ মানুষকে নিঃস্বার্থ পরিষেবা দেওয়ার লক্ষ্যে এবার নতুন উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের। দুয়ারে সরকার প্রকল্পে অন্যান্য পরিষেবা দেওয়ার পাশাপাশি গ্রামবাসীকে আইনি পরামর্শ দিতে উদ্যোগী হুগলির শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের (Sreerampur Uttarpara block) কানাইপুর (Kanaipur) গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি গ্রামবাসীদের পরামর্শ দিতে শহর থেকে আইনজীবীদের গ্রামে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। কিছুদিন আগেই এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কাছে প্রস্তাব গৃহীত হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে আইনি পরামর্শ শিবির। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অচ্ছেলাল যাদব (Acchelal Yadav) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট (Kolkata High Court), হুগলি জেলা আদালত (Hooghly District Court) এবং শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীরা উপস্থিত থাকবেন পরামর্শ শিবিরে। সকাল ১১টা থেকে শুরু হবে শিবির। প্রথম দিন উপস্থিত থাকবেন ১২ জন আইনজীবী। সূত্রের খবর, প্রথম দিন কানাইপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শিবির করবেন হুগলি জেলা আদালত এবং শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীরা। তবে পরামর্শ নিতে নাম নথিভুক্তকরণ প্রয়োজন। এরপর নাম অনুযায়ী আবেদকদের ডাকা হবে।

এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, সাহায্যপ্রার্থীদের কথা এবং সংখ্যা মাথায় রেখেই পরামর্শ শিবিরের দিন বাড়ানো হবে। মাসের শেষ শনিবার দুয়ারে আইনি পরামর্শের শিবির চলবে। কানাইপুর গ্রাম পঞ্চায়েত এবং আশেপাশের এলাকার সমস্ত মানুষ এই শিবিরের সুবিধা পাবেন।

 

 

spot_img

Related articles

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয়...