Wednesday, January 14, 2026

ডার্বির মহারণ, ইস্টবেঙ্গলের পাঠানো ডার্বির টিকিট ফেরত পাঠাল মোহনবাগান-আইএফএ

Date:

Share post:

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে ফিরতি ডার্বি। বড় ম্যাচ নিয়ে টিকিটের চাহিদা ক্রমশ বাড়ছে। ইস্টবেঙ্গলের এটা হোম ম্যাচ। ইস্টবেঙ্গল সদস্যদের জন্য পর্যাপ্ত টিকিট বরাদ্দ করা হয়নি। তাই ক্লাব সদস্যদের জন্য যৎসামান্য টিকিট প্রত্যাখ্যান করেছে ক্লাব। আর এবার টিকিট প্রত‍্যাখ‍্যান করল মোহনবাগান। ইস্টবেঙ্গলের পাঠানো টিকিট ফেরত পাঠিয়ে দিল মোহনবাগান। ফেরত পাঠাল আইএফএ-ও।

এবারের ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল এফসি।জানা যাচ্ছে, ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে যে ভিআইপি ও ভিভিআইপি টিকিট দেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দিল মোহনবাগান ক্লাব। এই নিয়ে এক বিবৃতি দেয় মোহনবাগান। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, যে পরিমাণ ভিআইপি ও ভিভিআইপি টিকিট তাদের দেওয়া হয়েছে তাতে ক্লাব কর্তাদের ঠিক ভাবে টিকিট বণ্টন করা যাচ্ছে না। তাই বৈঠক করে সেই টিকিট তারা ফেরত দিয়েছে। কিন্তু সদস্য সমর্থকদের জন্য যে টিকিট পাঠানো হয়েছিল তা বণ্টন করে দিয়েছে তারা।

একই পথে হেঁটেছে আইএফএ-ও। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আইএফএ-কে যে টিকিট পাঠানো হয়েছিল, তা ফেরত পাঠিয়ে দেয় আইএফএ-ও। এই নিয়ে আইএফএ এক বিবৃতিতে জানায়, আইএফএ-তে ৫০০ সাধারণ টিকিট পাঠানো হয়েছে। কিন্তু আইএফএ-র অধীনে ৩০০-র বেশি ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা রয়েছে। তাই এত কম সংখ্যক টিকিট বণ্টন করা সম্ভব নয়। সব টিকিট ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এত কম টিকিট দিয়ে বাংলার ক্লাব ও আইএফএ-কে অপমান করা হয়েছে।

এদিকে বুধবার থেকে যুবভারতীর ১ এবং ৪ নম্বর গেট থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। বৃহস্পতিবার থেকে শুরু হবে ইস্টবেঙ্গল ক্লাব থেকে ডার্বির অফলাইন টিকিট বিক্রি। টিকিটের দাম ১০০, ১৫০, ৩০০ টাকা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট দেওয়া হবে। ডার্বির দিন সকাল পর্যন্ত অফলাইন টিকিট দেওয়া হবে ইস্টবেঙ্গল তাঁবু থেকে। পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি জারি থাকবে। বুধবার থেকেই অনলাইনে বুকিং করা টিকিট তোলা শুরু করেছেন লাল-হলুদ সমর্থকরা।

আরও পড়ুন:প্রথমবার ডার্বির মঞ্চে জার্ভিস, শনিবারের মহারণ নিয়ে কী বললেন লাল-হলুদের নতুন বিদেশি

 

 

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...