Friday, December 5, 2025

‘সমর্থকরা ডার্বিতে মাঠে আসুন, প্রিয় দলকে সমর্থন করুন’: স্টিফেন

Date:

Share post:

আগামিকাল ডার্বির মহারণ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম এটিকে মোহনবাগান। এবারের আইএসএলে শনিবার শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। তা-ও আবার মর্যাদার ডার্বি। যুবভারতীতে লাল-হলুদেরই হোম ডার্বি। প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেলেও বড় ম্যাচ জিতে মাথা উঁচু করে সুপার কাপ অভিযানে নামতে চায় স্টিফেন কনস্ট্যান্টাইনের দল।

ইস্টবেঙ্গলের হারানোর কিছু নেই। তাই মোহনবাগানের বিরুদ্ধে টানা সাত ম্যাচ হারের রেকর্ড ভুলে মাঠে নামতে চায় স্টিফেনের ছেলেরা। ম্যাচের আগে ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ জানিয়ে দিলেন, তাঁরা মোহনবাগানের কাছে টানা সাত ম্যাচ হার মাথায় রাখছেন না। স্টিফেনের কথায়, “একটা দলকে আপনারা বিচার করতে পারেন না এক-দুই বা তিন-চার বছর আগের পারফরম্যান্স দিয়ে। দল, সময় সব কিছু আলাদা হয়। আমরা হয়তো গত কয়েকটা মরশুম ধরে ডার্বি জিততে পারিনি। কিন্তু এবার আমরা ভাল খেলছি। শেষ কয়েকটি ম্যাচে দল ভাল খেলেছে। কেরলকে হারিয়েছি, বেঙ্গালুরুকে দু’বার হারিয়েছি। লিগের এক নম্বর দল মুম্বইকে হারিয়ে ডার্বিতে নামছি। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। আমরা আশাবাদী।”

দল প্লে-অফে জেতে পারেনি। লাল-হলুদ সমর্থকরা হতাশ হয়ে হোম ম্যাচেও স্টেডিয়ামমুখো হচ্ছেন না। ক্লেটন সিলভাদের কোচ চান, সমর্থকরা ডার্বিতে মাঠে আসুন। প্রিয় দলকে সমর্থন করুন। এই নিয়ে স্টিফেন বলেছেন, “আশা করছি, এই ম্যাচে সমর্থকরা বড় সংখ্যায় মাঠে আসবে। তাদের প্রিয় দলকে সমর্থন করবে। এটা আমাদের জন্য বাড়তি অ্যাডভান্টেজ হবে। আমরা দল হিসেবে শেষ তিন ম্যাচে বেশ ভাল খেলেছি। এই মুহূর্তে এটাই আমাদের সেরা দল।’’

প্রথম ছ’য়ে থেকে প্লে-অফ খেলতে না পারলেও বেশ  ইতিবাচক দিক নিয়ে এবারের আইএসএল অভিযান শেষ করছেন বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। স্টিফেন বলেন, “একটা ম্যাচ হাতে রেখে আমরা ৬টা ম্যাচ জিতেছি। যা গত দুই মরশুমের থেকে বেশি। গত দু’বারের থেকে বেশি গোল করেছি, বেশি পয়েন্ট পেয়েছি। আমাদের খেলোয়াড় ক্লেটন সবথেকে বেশি গোল করেছে। অনেক কিছু আমাদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও আমরা ভাল খেলেছি।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কী বললেন হরমনপ্রীত?

 

 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...