টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কী বললেন হরমনপ্রীত?

শুধু ভাগ‍্য নয়, ফিল্ডিংকেও কাঠগড়ায় তোলেন হরমনপ্রীত। সেমিফাইনালে দু’টি ক্যাচ ফস্কেছে ভারত। আর তারও খেসারত দিতে হয়েছে।

আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারতীয় দল। বৃহস্পতিবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারে টিম ইন্ডিয়া। আর এর ফলে ভাগ্যইকেই কাঠগড়ায় তুললেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। বৃহস্পতিবার ব‍্যাট আটকে রান আউট তিনি। আর ওইখানেই শেষ হয়ে যায় ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন। ম‍্যাচ শেষে সেই কথাই শোনা গেল হরমনপ্রীতের গলায়।

ম‍্যাচ শেষে হরমনপ্রীত কৌর বলেন,” এর থেকে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? আমি আর জেমিমা রডরিগেজ মিলে দলকে জয়ের কাছে নিয়ে যাচ্ছিলাম। তারপরে এটা হবে ভাবতে পারিনি। এর থেকে দুর্ভাগ্যজনক ভাবে আউট হওয়া যায় না।”

শুধু ভাগ‍্য নয়, ফিল্ডিংকেও কাঠগড়ায় তোলেন হরমনপ্রীত। সেমিফাইনালে দু’টি ক্যাচ ফস্কেছে ভারত। আর তারও খেসারত দিতে হয়েছে। সেটা ভাল করে জানেন হরমনপ্রীত। এই নিয়ে তিনি বলেন, ‘‘আমরা খারাপ ফিল্ডিং করেছি। ক্যাচ ছেড়েছি। তার সুবিধা নিয়েছে অস্ট্রেলিয়া। এত গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের ভুল করা উচিত নয়।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Previous articleপারিবারিক অনুষ্ঠান সেরে আর ফেরা হল না বাড়ি! মাঝপথেই প্রা*ণ গেল একই পরিবারের ১১ জনের
Next articleবিধিভঙ্গ বিজেপির! মাধ্যমিকের মধ্যেই মাইক বাজিয়ে সুকান্তর সভা