Monday, December 1, 2025

সামাজিক সুরক্ষা প্রকল্পে মানবিক ভাতা প্রাপকের সংখ্যা বাড়ল

Date:

Share post:

রাজ্যে বিধবা (Widow), বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধীদের (Handicapped) জন্য মানবিক ভাতা প্রাপকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত ৪ বছরে যা ৩০ গুণ বেড়েছে বলে সাফ জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) সম্প্রতি বিধানসভায় (Assembly) জানিয়েছেন, এই তিন ধরনের ভাতা প্রাপকের সংখ্যা রাজ্যে এখন বেড়ে প্রায় সাড়ে ৩৮ লক্ষ।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন বাংলার বুকে যারা লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) টাকা পান তাঁদের ৬০ বছর বয়সের পরেই তাঁরা বার্ধক্য ভাতা পাবেন। তবে সেই ভাতার জন্য আলাদা করে কোনও দরখাস্ত করতে হবে না। প্রতি মাসেই তাঁরা ১ হাজার টাকা করে পাবেন। রাজ্যে এখন বিধবা ভাতা পাচ্ছেন প্রায় ১৫ লক্ষ ৫৪৬ জন। পাশাপাশি বয়স্ক ভাতা প্রাপকের সংখ্যা কমপক্ষে ১৬ লক্ষ ৮৯ হাজার ৬৫৭ জন। এছাড়া মানবিক ভাতা প্রাপকের সংখ্যা ৬ লক্ষ ৫১ হাজার ৭০৫ জন। তবে এদিন ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনও কোটা নির্ধারণ করা হয়নি।

তবে মানবিক ভাতা প্রাপকদের ক্ষেত্রে ৪০ শতাংশের বেশি শারীরিক প্রতিবন্ধকতার মেডিক্যাল সার্টিফিকেট (Medical Certificate) থাকা জরুরি। রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অপূর্ব সরকার রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজাকে প্রশ্ন করেন, বহু মহিলা স্বামী পরিত্যক্তা বা শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন। তাঁরা বিধবা বা বয়স্ক ভাতা পাচ্ছেন না। এই ধরনের মহিলাদের কল্যাণের জন্য সরকার কী ভাবছে? তাঁর উত্তরে মন্ত্রী জানান, স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হওয়া ছাড়াও সংশ্লিষ্ট মহিলাদের পুনর্বাসন ও আইনি সাহায্য দেওয়ার বিভিন্ন ব্যবস্থা রয়েছে রাজ্যে। সেই সব দিয়েই তাঁদের সাহায্য করা হচ্ছে। ২০০৯ সালের পর এবারই প্রথম ২,৯৩১ জন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে।

 

 

spot_img

Related articles

শক্তি খুইয়ে দিতওয়াহ এবার গভীর নিম্নচাপ: বঙ্গে তাপমাত্রায় প্রভাব

শ্রীলঙ্কাকে ডুবিয়ে ভারতকে কার্যত ওয়াকওভার দিল দিতওয়াহ। ঘূর্ণিঝড় এখন শুধুই গভীর নিম্নচাপ। বৃষ্টির পূর্বাভাস (rain forecast) থাকলেও তার...

বিশ্ব এইডস্ দিবসে সচেতনতার বার্তা দিতে বিবেকের পক্ষ থেকে আলোচনা সভা

বিশ্ব এইডস্ (AIDS) দিবস উপলক্ষে বিবেকের পক্ষ থেকে জয়হিন্দ ভবনে আলোচনা সভার আয়োজন। মানুষের স্বার্থে দীর্ঘ ২৭ বছর...

বকেয়ার দাবি জানাতেই ‘জমিদার’ বিজেপি! সাত বছরের হিসাব তুলে প্রশ্ন অভিষেকের

বাংলার মানুষের দাবি আদায়ে সংসদে সরব হবেন তৃণমূল সাংসদরা। শীতকালীন অধিবেশনের আগে তৃণমূলের সেই হুঁশিয়ারিতে কী পায়ের তলার...

২০২৭ বিশ্বকাপে খেলবেন ‘রো-কো’ জুটি? শর্ত-সমর্থনে লুকিয়ে আছে উত্তর

টি২০, টেস্ট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে বিরাট কোহলির(Virat Kohli) আন্তর্জাতিক কেরিয়ার শুধুমাত্র ওডিআই ক্রিকেটেই সীমাবদ্ধ। কিন্তু  ২০২৭ সালের...