Thursday, August 21, 2025

সিবিআইকে জানিয়েই না কি দিল্লিতে গোপাল! হৈমন্তীকে ‘ক্লিনচিট’ স্বামীর

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারীদের জানিয়েই না কি দিল্লিতে গিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় বহু চর্চিত নাম গোপাল দলপতি (Gopal Dalapati)। শনিবার, পালিয়ে যাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে গোপাল বলেন, CBI তদন্তকারী আধিকারিক জানিয়ে দিল্লিতে গিয়েছেন। মামলা মিটিয়ে ৩-৪ মার্চ ফিরবেন। একই সঙ্গে তাঁর দাবি, স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Hoimanti Ganguli) নির্দোষ। নিয়োগ দুর্নীতি মামলায় কোনওভাবেই জড়িত নন হৈমন্তী। তবে, এখানেও টুইস্ট। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে না কি বিবাহবিচ্ছেদের মামলা চলছে গোপালের।

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার সিবিআই এবং ED-র জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন গোপাল দলপতি। কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, চন্দন মণ্ডলদের গ্রেফতারির পর আবার উঠেছে গোপালের নাম। তিনি না কি সব জানেন- দাবি ধৃতদের। এর মধ্যেই কুন্তল দাবি করেন, এই সবের পিছনে আছেন এক রহস্যময়ী। তিনি আর কেউ নন, গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। আর গোপালও নাম পরিবর্তন করে হয়েছেন আরমান গঙ্গোপাধ্যায়। এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন গোপাল। তাঁর কথায়, হৈমন্তীর সঙ্গে বেশ কিছুদিন কথা হয়নি। ‘‘ও কোথায় আছে জানি না। যোগাযোগ করতে পারছি না।’’ একসঙ্গেই হৈমন্তীর সঙ্গে যে তাঁর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন আরমান ওরফে গোপাল। স্ত্রী আলাদাই থাকেন।

নিয়োগ দুর্নীতিতে হৈমন্তীর নাম জড়ানোর জন্য কুন্তলকে নিশানা করেন গোপাল। তাঁর দাবি, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের সামনে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় তাঁর ফাইল দেখেছিলেন কুন্তল। সেখানেই স্ত্রী হৈমন্তীর নাম ‘নমিনি’ হিসেবে দেখে এখন এইসব রটাচ্ছেন কুন্তল, দাবি গোপালের। হৈমন্তীর নামে কোনও কোম্পানি, অফিস বা অ্যাকাউন্ট নেই বলেও জানান তিনি। নিযোদ দুর্নীতিতেও তিনি বা তাঁর স্ত্রী জড়িত নন বলে মতা গোপালের। তাঁর কথায় সুন্দরী হৈমন্তীর জন্যেই প্রযোজকরা টাকা বিনিয়োগ করেছে। এর সঙ্গে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত লেনদেনের কোনও যোগ নেই।

বাড়ির অমতেই ২০১২-তে গোপালকে বিয়ে করেন হৈমন্তী। কিন্তু ইদানীং তাঁদের সম্পর্কে দূরত্ব বাড়ে। তবে, এই জন্যেও স্ত্রীকে দায়ী করতে রাজি নন গোপাল। তাহলে, ‘ইনোসেন্ট হৈমন্তী’ অন্তরালে কেন! গোপালের দাবি, হয়ত ভয় পেয়েই ফোন বন্ধ রেখেছেন তিনি। তাঁর সঙ্গে কথা হলে তিনি হৈমন্তীকে বোঝাবেন, যাতে তিনি সংবাদ মাধ্যমের সামনে নিজের বক্তব্য জানান। সিবিআই সূত্রে খবক, ২ মার্চ সিবিআই-এর সামনে হাজিরা দিতে বলা হয়েছে গোপালকে।

 

spot_img

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...