Saturday, May 3, 2025

ধনকড়ের পথ অনুসরণ করছেন আনন্দ বোস, দলীয় মুখপত্রে তৃণমূলের নিশানায় রাজ্যপাল

Date:

Share post:

জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন রাজ্য-রাজভবন সংঘাত কার্যত চরমে উঠেছিল। তবে সি ভি আনন্দ বোস রাজ্যপালের দায়িত্বে আসর পর রাজভবন ও নবান্নর মধ্যে একটি বোঝাপড়া সমন্বয় তৈরি হয়েছিল। কমেছিল দূরত্ব। কিন্তু ফের ছন্দপতন। নিশীথ প্রামাণিক ইস্যুতে রাজভবনের কড়া বিবৃতির পরই শাসক দল তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় রাজ্যপালকে আক্রমণ। জাগো বাংলায় বিস্ফোরক দাবি করে বলা হয় জগদীপ ধনকড়ের পথ অনুসরণ করছেন আনন্দ বোস। রাজ্যপাল একসময় বিজেপির ক্যাডার ছিলেন। প্রশাসনের সঙ্গে কথা না বলে কীভাবে তদন্ত, প্রশ্ন তৃণমূল মুখপত্রে।

রবিবারের রাজ ভবনের বিবৃতি ঘিরে প্রশ্ন তুলল তৃণমূল। বর্তমান রাজ্যপাল প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের পথ অনুসরণ করছে বলে করা হয়েছে সম্পাদকীয়তে। বলা হয়েছে যে মনে রাখতে হবে রাজ্যপাল একসময় বিজেপির ক্যাডার ছিলেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানাতে শনিবার বিকেলেই রাজভবনে ছুটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিতেও সুর চড়ান গেরুয়া শিবিরের নেতারা। তারপরই নিশীথ-কাণ্ডে এবার কড়া বিবৃতি জারি করে রাজভবন।

এদিন জাগো বাংলাতে রাজ্যপালকে আক্রমণ করে লেখা হয়, ”রাজ্যপাল নিরপেক্ষ হয়ে কাজ করবেন এটাই মানুষ আশা করে।” রাজ্যপাল প্রশাসনের সঙ্গে কথা না বলে কীভাবে নিজে থেকে তদন্ত করলেন। রাজভবনের বিবৃতিতে গতকাল পুলিসকে নিরপেক্ষ হয়ে কাজ করার কথা বলা হয়েছিল। সম্পাদকীয়তে কার্যত রাজ্যপালকে পাল্টা চ্যালেঞ্জ ছোড়া হল। শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। মুখপত্রে দাবি, যদি শনিবারের ঘটনায় উদ্বিগ্ন হন তাহলে সারদা নারদা দুর্নীতিতে অভিযুক্তের সঙ্গে কীভাবে রাজ্যপাল বৈঠক করলেন।

আরও পড়ুন:অভিষেকের দাবি প্রমাণিত, ভোটের সকালেই সাগরদিঘিতে কংগ্রেস-বিজেপি অশুভ আঁতাত প্রকাশ্যে

 

 

spot_img

Related articles

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...