Wednesday, May 7, 2025

নারীশিক্ষা রুখতে চ*রম পদক্ষেপ! ইরানে অ*সুস্থ শতাধিক ছাত্রী

Date:

Share post:

বছর উনিশের তরুণী মাহশা আমিনির (Mahasa Amini) মৃত্যুর পর থেকেই উত্তপ্ত ইরান (Iran)। সেই উত্তেজনার রেশ এখনও কাটেনি। আর তার মধ্যেই এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল। হিজাব (Hijab) না পড়ায় মর্মান্তিক পরিণতি হয়েছিল মাহশার। যে ছবি বিশ্ববাসীকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। নারীশিক্ষা (Women Education) রুখতে এবার ছাত্রীদের বিষ (Poison) খাওয়ানোর অভিযোগ উঠল ইরানে। আর এমন ঘটনার জেরে সেদেশের একাধিক শহরে বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ে শ’খানেক ছাত্রী। আর একথা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন খোদ ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি (Yunus Panahi)। তিনি জানিয়েছেন, দেশে নারীশিক্ষার বিরোধীরাই এমন কাজ করেছেন। আর এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ইরান। ঘটনায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা।

ইরানের রাজধানী তেহরানের (Tehran) দক্ষিণে কওম শহরেই ছাত্রীদের শরীরে বিষক্রিয়ার ঘটনা বেশি প্রকাশ্যে এসেছে। তবে শুধু কওম শহরেই নয়, বাইরেও এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত উপ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কওমের স্কুলগুলিতে বহু ছাত্রীর বিষক্রিয়ার খবর পাওয়ার পর তদন্ত করে দেখা গিয়েছে, ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে। যাঁরা এটা করেছেন, তাঁরা চান, সমস্ত স্কুল, বিশেষত মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাক। তবে তিনি উপযুক্ত ব্যবস্থার আর্জি জানিয়েছেন। কিন্তু কারা এমন কাজ করে থাকতে পারেন, কাদের দিকে সন্দেহ সে সব কিছুই স্পষ্ট নয়। পাশাপাশি এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতারও (Arrest) করা হয়নি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসের শেষ থেকেই স্কুলে ছাত্রীদের বিষ খাওয়ানোর অভিযোগ উঠতে শুরু করে। সবচেয়ে বেশি অভিযোগ আসতে শুরু করে দক্ষিণ তেহরানের কওম শহরে। সেখানে শ’খানেক ছাত্রী স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ইতিমধ্যে বিষক্রিয়ায় অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা স্কুলগুলির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

 

 

spot_img

Related articles

বিগত দশ বছরের মধ্যে এবারের রেজাল্ট সবচেয়ে ভালো, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায়...

১ মহিলা নেত্রীসহ ১৫ মাওবাদী নিধন, ছত্তিশগড়ে সাফল্য যৌথবাহিনীর

দেশের ভিতরে ও বাইরে বিচ্ছিন্নতাবাদী শক্তি নিধনে বুধবার বড় সাফল্য ভারতীয় সেনার। একদিকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে...

ধরমশালায় পৌঁছনো নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

আগামী ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। কিন্তু অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর খানিকটা হলেও চিন্তায় মুম্বই...

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম...