হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা বিশ্বভারতীর উপাচার্যের, বহাল জরিমানার নির্দেশ

বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, জরিমানার অর্থ জমা দিতে হবে বিশ্বভারতীর উপাচার্যকেই।

এবার  কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জরিমানা দিতে হবে ১ লক্ষ টাকা, ডিভিশন বেঞ্চেও আগের নির্দেশ বহাল। ২০২১-এ এ সহকারী অধ্যাপককে চাইল্ড কেয়ারের জন্য ছুটি মঞ্জুর করেন অধ্যাপক দেবতোষ সিনহা।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে মাস দুয়েক আগে জরিমানা করেছিল হাইকোর্ট। কত টাকা? দু’লক্ষ। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, জরিমানার অর্থ জমা দিতে হবে বিশ্বভারতীর উপাচার্যকেই।

মামলাকারী দেবতোষ সিনহা বিশ্বভারতীরই অধ্যাপক। তাঁর দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের সন্তানকে দেখভালের জন্য ছুটির আবেদন মঞ্জুর করেন তিনি। এমনকী, ২০২১ সালে সেই সিদ্ধান্তে অনুমোদন করে বিশ্বভারতী কর্তৃপক্ষও। কিন্তু এক বছর পর মামলাকারীকে কারণ দর্শনোর নির্দেশ দেন উপাচার্য। জানতে চান, কেন ওই সহকারী অধ্যাপকের ছুটির আবেদন মঞ্জু করা হয়েছে?  হাইকোর্টে মামলা করেছিলেন অধ্যাপক দেবতোষ সিনহা।হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ শুধুমাত্র নির্দেশ বাতিল করাই নয়, বিশ্বভারতীর উপাচার্যকে ১ লক্ষ টাকা জরিমানা করেছিল আদালত।

 

Previous articleফের নজির গড়লেন মেসি, ছুয়ে ফেললেন রোনাল্ডোকে
Next articleনারীশিক্ষা রুখতে চ*রম পদক্ষেপ! ইরানে অ*সুস্থ শতাধিক ছাত্রী