Wednesday, August 27, 2025

নিশীথেকাণ্ডে দলীয় কো*ন্দল ঢাকার চেষ্টা বিজেপির, মামলা দায়েরের অনুমতি

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দিনহাটায়৷এই হামলার ঘটনায়  বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গোষ্ঠীকোন্দলের এই ঘটনা ধামাচাপা দিতে বিজেপি হাই কোর্টে মামলা করার অনুমতি চেয়ে আবেদন করে।বিজেপিকে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

ঘটনার সূত্রপাত গত শনিবার। কোচবিহারের দিনহাটায় নিশীথের কনভয়ে বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এর পরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়  রাজ্য বিজেপি৷  হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল গেরুয়া শিবির। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন। বিজেপির তরফে মামলা দায়ের করা হলে, চলতি সপ্তাহেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা ।

উল্লেখ্য, শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দিনহাটায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানেই বিভিন্ন এলাকায় ঘুরে বিজেপি সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বুড়িরহাট এলাকায় তাঁর কনভয় পৌঁছালে সেখানে উপস্থিত কিছু মানুষ তাঁকে কালো পতাকা দেখান। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় লক্ষ্য করে ঢিল ছোড়ে দুষ্কৃতীরা। তাঁর গাড়ির কাচ ভেঙে যায়৷ নিরাপত্তারক্ষীরা কোনও ভাবে নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান। বড়সড় অশান্তি এড়াতে এলাকায়  বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল৷ নিশীথকাণ্ডে সরব হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

 

 

 

 

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...