Sunday, August 24, 2025

সাগরদিঘিতে মহিলাদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল প্রার্থীর

Date:

Share post:

অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন নয়, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসলে বিরোধীদের কথায় কাজ করছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার ভোট চলাকালীন তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেশ কিছু জায়গায় মহিলা ভোটারদেরকে ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি প্রার্থী হওয়া সত্বেও বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। অথচ, কংগ্রেস ও বিজেপি প্রার্থী অবাধে বিচরণ করছেন বুথে বুথে।

সাগরদিঘির বিভিন্ন এলাকায় ভোট পরিদর্শনে বেরিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিসবাবু অভিযোগ করেন, ”বিজেপি ষড়যন্ত্র করে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে মহিলাদেরকে ভোট দানের আগে ভয় দেখাচ্ছে। এর পাশাপাশি আমি শুনেছি মনিগ্রামের কয়েকটি বুথ এলাকাতে বিজেপি প্রার্থীকে ভোট দিলে ভোটারদের মুড়ি ঘুগনি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডল বলেন, ”বালিয়া, কাবিলপুর, পাটকেলডাঙ্গা প্রভৃতি এলাকার একাধিক জায়গা থেকে আমি খবর পেয়েছি বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ ভোটার এবং মহিলাদেরকে ভয় দেখাচ্ছে। তবে তাদের এই ষড়যন্ত্র ধোপে টিকবে না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন।” কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে শাসক দল।

প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। একটি বিধানসভা উপনির্বাচনে এই বিশাল বাহিনী নজিরবিহীন।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...