Friday, January 30, 2026

সমস্যা থাকলে সেটা অতীত ! এখন নয়া যুগ: ব্রাত্যর সঙ্গে বৈঠকের পরে বার্তা রাজ্যপালের

Date:

Share post:

উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতার মধ্যেই মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)-সহ রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ছিলেন শিক্ষা সচিব মনীশ জৈনও। আর তারপরেই সিভি আনন্দ বোস বার্তা দিলেন, রাজ্যপাল সবার। যদি (রাজ্য-রাজ্যপাল) সংঘাত থেকে থাকে তা এখন অতীত পর্ব। এটা নতুন যুগ। শিক্ষাকে সব দ্বন্দ্বের বাইরে রাখতে হবে বলেও জানান সিভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী জানান, আইন মেনে এদিন উপস্থিত উপাচার্যদের থেকে ইস্তফা নিয়ে ফের তাঁদের তিন মাসের নিয়োগপত্র দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল।

রাজ্য-রাজভবন ঠাণ্ডা লড়াইয়ে আবহেই এদিন বসে বৈঠক। রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রী-সহ উপাচার্যদের এই বৈঠক নির্ধারিতই ছিল। ছিলেন ৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেখানেই তাঁদের ৬জনের থেকে ইস্তফা গ্রহণ করেন আচার্য সিভি আনন্দ বোস। পরে তাঁদের হাতে ৩ মাসের মেয়াদ বৃদ্ধির চিঠি দেওয়া হয়। একজনের মেয়াদকাল মার্চে শেষ হচ্ছে বলে তাঁকে কাজ করে যেতে বলা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, সব আইন মেনেই করা হয়েছে। শিক্ষার উন্নয়নে একসূত্রে কাজ করবে রাজভবন-নবান্ন। সার্চ কমিটি নিয়েও এদিন রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, তাঁর পরামর্শ মেনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

রাজ্যপাল জানান, বাংলায় শিক্ষার গৌরব ফিরিয়ে আনতে একযোগে কাজ করতে হবে। রাজ্যের শিক্ষার হাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিভি আনন্দ বোস জানান, সেটা জানাতে আরও কিছুদিন সময় লাগবে। বৈঠক ফলপ্রসূ বলে মন্তব্য করেন উপাচার্যরা। বাংলা শেখে ভালো হচ্ছে বলে মন্তব্য করেন রাজ্যপাল।

spot_img

Related articles

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...