Wednesday, December 3, 2025

পথপ্রদর্শক মমতা: বাংলার অনুকরণে মধ্যপ্রদেশে মহিলাদের ১০০০ টাকা দেবেন শিবরাজ

Date:

Share post:

বঙ্গ বিজেপির নেতারা যতই লক্ষ্মীর ভান্ডারের(Lakshmir Bhandar) বিরোধিতা করুন না কেন আদতে বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলি বাংলার অনুকরণে কোনও খামতি রাখছে না। ২০২৩ সালেই মধ্যপ্রদেশে(MadhyaPradesh) হবে বিধানসভা নির্বাচন(Assembly Election)। আর সেই নির্বাচনকে নজরে রেখে রাজ্যবিধানসভায় বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই বাজেটেই দেখা গেল বাংলার প্রতিচ্ছবি। বাজেটে শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chowhan) ঘোষণা করে দিলেন, এখন থেকে রাজ্যের মহিলাদের দেওয়া হবে মাসিক ১ হাজার টাকা। বাংলার অনুকরণে তৈরি হওয়া শিবরাজ্যের নয়া এই প্রকল্পের নাম রাখা হয়েছে “লাডলি বেহেনো”।

চলতি বছরে মধ্যপ্রদেশে হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে নজরে রেখে চলতি বাজেটকে ভোট বাজেট হিসেবেই বেছে নিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভা বাজেটে মহিলা ভোটকে গুরুত্ব দিয়ে মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জানান, এখন থেকে রাজ্যের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মাসিক ১ হাজার টাকা করে দেওয়া হবে। এই খাতে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ৭ হাজার কোটি টাকা। এর পাশাপাশি নির্বাচনী ইস্তেহারের ঢঙে সরকারের তরফে জানানো হয়, সরকার রাজ্যের যুবকদের জন্য বছরে ১ লক্ষ চাকরির ব্যবস্থা করবে। পাশাপাশি কৃষকদের ঋণ মুকুব ও পড়ুয়াদের জন্য স্কুটি দেওয়ার কথাও ঘোষণা করা হয় বাজেটে। তবে এই সবকিছুর মাঝেই মহিলা ভোটকে হাতিয়ার করতে শিবরাজের বাংলার প্রকল্প অনুকরণ আলাদাভাবে নজর কেড়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নারী ক্ষমতায়নের লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে তপসিলি জাতি ও উপজাতি গোষ্ঠীভুক্ত মহিলাদের মাসিক ১০০০ টাকা ও বাকিদের ৫০০ টাকা করে মাসে দেওয়ার ঘোষণা করা হয়। নির্বাচন জয়ের ১ মাসের মধ্যেই জনপ্রিয় সেই প্রকল্প বাস্তবায়িত হয় বাংলায়। যা নিয়ে কম বিরোধিতা করেনি রাজ্য বিজেপির নেতারা। এবার ভোটের আগে বাংলার দেখানো পথে বাংলার প্রকল্প অনুকরন করল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ।

spot_img

Related articles

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...