Friday, December 19, 2025

আরও একবছর ইস্টবেঙ্গল এফসিতে ক্লেটন সিলভা

Date:

Share post:

আরও একবছর ইস্টবেঙ্গল এফসিতে ক্লেটন সিলভা। ২০২৪ অবধি তাঁর সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল। অবশেষে জল্পনার অবসান। আরও এক মরশুম ইস্টবেঙ্গলে খেলবেন ব্রাজিলীয় গোল মেশিন। এই ব্রাজিলীয় স্ট্রাইকারের সঙ্গে চুক্তি বাড়াল লাল-হলুদ। এদিন এমনটাই ক্লাবের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

নতুন চুক্তিতে সই করার পরে ক্লেটন বলেছেন, “আরও এক মরশুম ইস্টবেঙ্গলের মতো ক্লাবে থাকতে পেরে আমি খুশি। সমস্যা আছে, তবে  ক্লাবের যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তা আমি বিশ্বাস করি। আইএসএলে আমাদের কিছু ভাল মুহূর্ত ছিল। আমি মনে করি, তা থেকে আমরা শিখতে পারব। যা আগামী মরশুমে ভাল পারফরম্যান্স করতে সাহায্য করবে।’’

এবারের আইএসএলে ইস্টবেঙ্গল ভাল পারফরম্যান্স করতে না পারলেও উজ্জ্বল ছিলেন ক্লেটন। ক্লাবের হয়ে ২০টি ম্যাচে ১২টি গোল করেছেন তিনি। লাল-হলুদের সর্বোচ্চ গোলদাতা তিনিই। তাই ক্লেটনকে আগামী মরশুমে ধরে রাখতে মরিয়া ছিলেন লাল-হলুদ কর্তারা। কিন্তু শোনা যাচ্ছিল, এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারটি ইস্টবেঙ্গলে থাকতে রাজি হচ্ছিলেন না। কারণ ক্লাবের খারাপ পারফরম্যান্স। তাই চুক্তিতে সই করছিলেন না তিনি। পাশাপাশি অন্য ক্লাবের প্রস্তাবও ছিল ক্লেটনের। শেষ পর্যন্ত তাঁকে রাজি করিয়ে সই করালেন লাল-হলুদ কর্তারা। সুপার কাপেও ক্লেটন ভাল খেলবে আশায় ক্লাব। ক্লেটনকে সই করালেও বাকি পাঁচ বিদেশিকেই ছেড়ে দিচ্ছে ক্লাব। নাওরেম মহেশ, লালচুংনুঙ্গা ছাড়া অধিকাংশ ভারতীয় বাতিলের তালিকায়।

আরও পড়ুন:শনিবার প্লে-অফের ম‍্যাচে মোহনবাগানের সামনে ওড়িশা এফসি, জয়ই লক্ষ‍্য বাগানের


 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...