Tuesday, November 11, 2025

ছোট রাজ্যকে ঘৃ*ণা কংগ্রেসের: ৩ রাজ্যে ভোটের ফল প্রকাশের পরে কটাক্ষ মোদির

Date:

Share post:

মেঘালয় (Megalaya), নাগাল্যান্ড (Nagaland), ত্রিপুরা (Tripura)-এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly Election) কোথাও সুবিধা করতে পারিনি কংগ্রেস তাদের তুলনায় ভালো অবস্থায় বিজেপি। ত্রিপুরায় সরকার গঠনের জায়গা রয়েছে তারা। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরকে আক্রমণ করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাদের মন্তব্য ছিল ছোট রাজ্যের জয় নিয়ে বেশি মাতামাতি করা ঠিক নয়। কংগ্রেসের এই মন্তব্য নিয়ে পাল্টা প্রবল আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লিতে (Delhi) বিজেপির সদর দফতরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “নির্বাচনের ফল প্রকাশের পরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই রাজ্যগুলিকে ছোট বলে অবজ্ঞা করেছেন। নির্বাচনের ফল আসল বিষয় নয়। আসলে এই রাজ্যগুলিকে কোনও গুরুত্ব দিতেই রাজি নয় কংগ্রেস। এই মন্তব্য প্রমাণ করে, তাদের ভারত জোড়োর উদ্দেশ্য আসল ছিল না। আর তারা ছোটদের ঘৃণা করে। আপনাদের এই ঘৃণা ভবিষ্যতে আপনাদের অবস্থা আরও খারাপ করবে।”

এদিন নরেন্দ্র মোদির ভাষণের বেশিরভাগ তিরই ছিল কংগ্রেসের দিকে তাক করা। নরেন্দ্র মোদি বলেন, “কংগ্রেস আমাদের বেনিয়া পার্টি, শেহরি মিডল ক্লাস পার্টি বলে ডাকত ও অপমান করত। কিন্তু এখন গোটা ভারত এই দলকে বিশ্বাস করছে। এমনকী আমরা দেখতে পাচ্ছি গুজরাটের পিছিয়ে পড়া সম্প্রদায়, উপজাতি অধ্যুষিত এলাকার মানুষরাও আমাদের দলকে সমর্থন জানাচ্ছেন। নাগাল্যান্ড ও মেঘালয়ে যেখানে ক্রিশ্চান ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা প্রচুর সেখানেও বিজেপিকে প্রচুর মানুষ সমর্থন করছে।”

উত্তর পূর্বের রাজ্যে বাম কংগ্রেস জোট নিয়োগ কটাক্ষ করেন নরেন্দ্র মোদ। বলেন। “কিছু দল পর্দার পিছনে জোট করছে। এক রাজ্য কুস্তি, অন্য রাজ্যে দোস্তি। এদের চেহারা মানুষ দেখে নিয়েছেন। কেরলের জনতাও দেখছে কীভাবে বাম-কংগ্রেস অন্য রাজ্যে জোট করে। কেরলে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের নাটক করে।” নাগাল্যান্ডের মতো কেরলেও ভবিষ্যতে বিজেপির সরকার হবে বলে আশা বিজেপির।

আরও পড়ুন:পাটের প্রসারে বাড়ছে ব্যবসা, মহানগরীতে মেলবন্ধন ক্রেতা বিক্রেতার !


 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...