Wednesday, December 24, 2025

আগামি মরশুমে ভালো দল গড়তে বিনিয়োগকারী সংস্থাকে কোচ-সহ ফুটবলারদের তালিকা পাঠাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

চলতি আইএসএল-এ নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। লিগ তালিকায় নবম স্থানে শেষ করেছে তারা। ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে হতাশ লাল-হলুদ সমর্থকেরা। আগামি মরশুমে নতুন দল গড়তে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। আর এই নিয়ে বিনিয়োগকারী সংস্থা ইমামিকে চিঠি দিল তারা। বদল করতে চাইছে কোচও। আর তাই দু’দিন আগে ইমামি ইস্টবেঙ্গলের প্রধান আদিত্য আগরওয়াল এবং মনীশ গোয়েঙ্কার কাছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়। যেখানে ক্লাবের কার্যকরী সমিতি এবং প্রাক্তন খেলোয়াড়দের বিচারে নতুন খেলোয়াড় এবং কোচের নাম উল্লেখ করা হয়েছে।

চিঠিতে লাল-হলুদ ক্লাবের পক্ষ থেকে লেখা হয়, “ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি গ্রুপের মধ্যে জোট ছিল ২০২২ সালের এক যুগান্তকারী ঘটনা। যদিও এই জোট প্রথম বছরে ছোট পদক্ষেপ নেওয়া শুরু করেছে, তবে ফুটবল ক্লাবের জন্য সামগ্রিক ভাবে এটি একটি কঠিন যাত্রা হয়েছে। এই মরশুমে লাল-হলুদের পারফরম্যান্স সমর্থকদের মন ভেঙে দিয়েছে। সেই কারণে ১৮ ফেব্রুয়ারি সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। ক্লাবের মেম্বাররাও প্রাক্তন খেলোয়াড়দের সাথে আলোচনা করে আগামী দিনে ভালো দল গড়ার জন্য প্রয়োজনীয় দেশি ও বিদেশি খেলোয়াড়ের তালিকা বানানোর অনুরোধ করেছিলেন। সদস্য এবং কর্তারা মিলে কিছু ফুটবলারের তালিকা তৈরি করেছে। সেই তালিকা বিদেশি এবং স্বদেশী ফুটবলারদের নিয়েই বানানো হয়েছে। কমিটি এবং প্রাক্তন খেলোয়াড়দের পরামর্শ মতো আমরা ইস্টবেঙ্গল দলের জন্য প্রয়োজনীয় ফুটবলারের তালিকা আপনাদের পাঠালাম। এমন কিছু ফুটবলার হয়তো রয়েছেন যাঁদের সঙ্গে অন্য ক্লাবের চুক্তি রয়েছে। ট্রান্সফার ফি দিয়েই নিতে হবে সেই ফুটবলারদের। আশা করব খুব তাড়াতাড়ি সেই প্রক্রিয়া শুরু হবে।”

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে যে তালিকা দেওয়া হয়েছে তাতে কিছু কোচের নাম রয়েছে। চলতি মরশুমের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে বাদ দিয়ে মানোলো মার্কুয়েজ, সার্জিও লোবেরা, অ্যান্টনিও হাবাস, ওয়ারেন জয়সে, হোসে অ্যান্টোনিও কামাছো এবং থমাস ব্রাড্রিচ মধ্যে কাউকে আনতে চাইছে ইস্টবেঙ্গল।

অপরদিকে ফুটবলারদের মধ‍্যে গোলরক্ষককে কমলজিত সিংকে ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং নতুন দুজন গোলরক্ষক নিতে বলা হয়েছে। ডিফেন্ডার পজিশনে রাকিপ, নুঙ্গা, সার্থককে ধরে রাখার কথা বলা হয়েছে। এবং ৫জন নতুন খেলোয়াড় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মিডফিল্ড ও উইং পজিশনে মোবাশির, সৌভিক, মহেশ, সুহেরকে দলে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং ৭ জন নতুন খেলোয়াড় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফরোয়ার্ড পজিশনে শুধুমাত্র ক্লেটনকে রেখে দেওয়ার কথা বলা হয়েছে বাকি দুইজন নতুন ফুটবলার নেওয়ার কথা বলেছে ইস্টবেঙ্গল ক্লাব।

মোট ৩৪ জন ভারতীয় ফুটবলারদের নেওয়ার কথা এই চিঠিতে বলা হয়েছে, এদের মধ‍্যে কয়েকজন হলেন- অমরিন্দর সিং, দেবজিৎ মজুমদার, শমিক মিত্র, গুরমিৎ সিং, লারা শর্মা, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, রহিম আলি, চাংতে, ঋত্বিক দাস, ব্র‍্যান্ডন ফার্নান্ডেজ,জিতেন্দ্র সিং, প্রণয় হালদার,অরিজিৎ বাগুই, হীরা মণ্ডল,রাহুল কেপি,ঈশান পন্ডিতা-সহ আরও অনেকে।

বিদেশি তালিকায় রয়েছেন- মার্কো লেসকোভিচ, গ্রেগ স্টুয়ার্ট, জর্জ পেরেইরা ডিয়াজ, নোয়াহ সাদাওউই, আদ্রিয়ান লুনা, অ্যালবার্ট নোগুয়েরা, ওগবেচে, জেমি ম্যাকলারেন, আদামা ট্রারোরে, বাগালি দাবো এবং বোবো।

আরও পড়ুন:৮০০ গোলের নজিরের সামনে দাঁড়িয়ে মেসি

 

 

 

spot_img

Related articles

পার্থ ভৌমিকের ভাবনায় কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ! হবু কনেদের জন্য ‘দুয়ারে বেনারসি’

হবু কনেদের জন্য অভিনব উদ্যোগ নৈহাটি (Naihati) বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের। 'দুয়ারে বেনারসি' নামে চালু প্রকল্প। মুখ্যমন্ত্রী...

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা, মুম্বই সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে সিটি গ্রুপ!

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা! আইএসএলের অনিশ্চয়তার কারণে মুম্বই সিটির (Mumbai City FC) সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে প্রধান ইনভেস্টর...

সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, আপাতত স্বস্তি GTA-র ৩১৩ শিক্ষকের

আপাতত স্বস্তি GTA-র ৩১৩ জন শিক্ষকের। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের উপর...

সংবিধানকে আঘাতেও বধির প্রধানমন্ত্রী! খ্রীষ্টানদের উপর হামলায় ক্ষোভ সংগঠনের, তোপ ডেরেকের

শান্তিপূর্ণ ক্যারল গায়কদের উপর হামলা। নির্দিষ্টভাবে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে একাধিক রাজ্যে হামলার ঘটনা ঘটছে এবার তার...