Tuesday, November 18, 2025

আদানিকাণ্ডে সেবির তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন

Date:

Share post:

আদানি কাণ্ডে পাঁচ সদস্যের কমিটি গঠনের পাশাপাশি সেবিকে(SEBI দুমাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। এবার সেই সেবির তদন্ত প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন করলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন(Raghuram Rajan)। সরাসরি বাজার নিয়ন্ত্রক সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি জানালেন, সেবি এখনও কেন আদানি গোষ্ঠীর (Adani Group) মরিশাস ভিত্তিক তহবিলগুলির প্রকৃত মালিকানা খুঁজে বার করতে পারল না? উল্লেখ্য, আদানিদের শেয়ারে যেসব লগ্নি রয়েছে তার মধ্যে মরিশাসের কিছু সংস্থা ভুয়ো বলে অভিযোগ ওঠে। এমনকি হিন্দেন বর্গের রিপোর্টও এই একই অভিযোগ করেছিল।

সরাসরি আদানির নাম না নিলেও রাজন বলেন, বেসরকারি পারিবারিক সংস্থাগুলির ব্যবসায় উৎসাহ দেওয়া উচিত নিশ্চয়ই। কিন্তু প্রতিযোগিতা যেন সকলের জন্য সমান থাকে। একটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর সঙ্গে সরকারের সম্পর্ক কখনই কাম্য নয়। রাজনের সাফ কথা, এই প্রবণতা দেশের জন্য ভাল নয়। বলার অপেক্ষা রাখে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সান্নিধ্যে আদানিদের যে উল্কার মতো আর্থিক বৃদ্ধি সেই ইস্যুকেই কটাক্ষ করেছেন রাজন।

বেসরকারি গোষ্ঠীগুলির উপরে নজরদারির নিয়ে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর আরও বলেন, সংস্থা পরিচালনায় নজরদারি প্রয়োজন নেই। কিন্তু নিয়ন্ত্রক সংস্থাগুলিকে আরও সক্রিয় হতে হবে। সরকার এবং শিল্পের মধ্যে অস্বচ্ছ যোগাযোগ কমানো নিয়েও সওয়াল করেন রাজন। পক্ষপাত নিয়ে তাঁর আরও মন্তব্য, সমস্ত সংস্থা যেন উপযুক্ত সুযোগ পায়। যোগাযোগ যেন উন্নতির কারণ না হয়ে ওঠে।

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...