Monday, November 17, 2025

দক্ষিণ কলকাতার শপিং কমপ্লেক্সে অ*গ্নিকাণ্ড! আ*তঙ্কে ক্রেতা-ব্যবসায়ীরা  

Date:

Share post:

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ঢাকুরিয়ার (Dhakiria) দক্ষিণাপনের (Dakkhinapan) একটি শাড়ির দোকানে আচমকাই আগুন লেগে যায়। শাড়ির দোকানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের দোকানের ব্যবসায়ীরাও। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের (Fire Brigade) দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। মঙ্গলবার দোল, আর তার সময় আগেই শহরে এমন অগ্নিকান্ডে রীতিমতো আতঙ্কে ব্যবসায়ীরা।

স্থানীয় এক ব্যবসায়ীরা জানিয়েছেন, সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের একটি শাড়ির দোকানে আগুন লাগে। স্থানীয়দের অনুমান এসসি থেকে কোনওভাবে শট সার্কিটের ফলে আগুন লেগে যায়। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এরপরই মুহূর্তের মধ্যে দোকানের শাড়ি সহ অন্যান্য দাহ্য পদার্থে আগুন লেগে যায়। বিষয়টি নজরে আসতেই অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে নিজেরা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন স্থানীয় ব্যবসায়ীরা। এরপরই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।

তবে দোকানটির আশেপাশেই একাধিক জামা কাপড়ের দোকান রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়লে সেক্ষেত্রে বড়সড় বিপদও ঘটতে পারত। তবে দমকল ও ব্যবসায়ীদের চেষ্টায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই নাকতলায় বন্ধ ফ্ল্যাটে আগুন লেগে ঝলসে মৃত্যু হয় খাঁচাবন্দি ৮টি বিড়াল ও একটি কুকুরের। তবে কীভাবে ওই বন্ধ ফ্ল্যাটে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকান্ডের ঘটনা ঘটে নাগেরবাজারের ডায়মন্ড সিটিতেও।

 

 

 

spot_img

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...