Thursday, August 21, 2025

পুলিশকে লক্ষ্য করে বো*মা! আসামিকে গ্রেফতার করতে গিয়ে আ*হত ওসি সহ ২ পুলিশকর্মী

Date:

Share post:

আসামিকে গ্রেফতার করতে গিয়ে আহত নদিয়ার কালীগঞ্জ থানার এসি সহ দুই পুলিশকর্মী। সোমবার রাতে পুরনো একটি বোমাবাজির মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পড়তে পুলিশকে। দুষ্কৃতীদের ছোড়া বোমা এসে পড়ে পুলিশের গাড়িতে। বোমার আঘাতে আহত হয়েছেন কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়-সহ দুই পুলিশকর্মী। ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন:দোলের দিন অনুব্রতকে কলকাতায় আনতে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের!

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস পুরনো একটি বোমাবাজির মামলার আসামিকে গ্রেফতার করতে সোমবার রাতে নদিয়ার কালীগঞ্জ ব্লকের মোলান্দি গ্রামে অভিযান চালায় কালীগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের দাবি, রাত ন’টা নাগাদ কালীগঞ্জ থানার ওসি বেশ কিছু পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতারও করেন। অভিযুক্তকে গ্রেফতারির পর গাড়িতে তোলার সময় আসামিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার উদ্দেশে মোলান্দি স্কুলপাড়া এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা।

ওসি-সহ আহত পুলিশকর্মীদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানকার কর্তব‍্যরত চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে আহত তিনজনের চিকিৎসা শুরু করেন। গুরুতর জখম হওয়ার কারণে ইতিমধ্যে নদিয়ার কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়কে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতাল থেকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে।

কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গ্রামীণ) কৃশানু রায় বলেন, “ওসি আঘাত পেয়েছেন। এই মুহূর্তে এলাকা জুড়ে অভিযান চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

 

 

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...