Sunday, August 24, 2025

প্রকাশিত হল আসন্ন সুপার কাপের সূচি, কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল

Date:

Share post:

মঙ্গলবার প্রকাশিত হল আসন্ন সুপার কাপের গ্রুপ বিন্যাস এবং সূচি। আগামী ৩ এপ্রিল থেকে শুরু  যোগ্যতা অর্জন পর্ব এবং আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে মূলপর্বের ম্যাচ। মোট চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। সেমিফাইনাল ২১ এবং ২২ এপ্রিল। ফাইনাল ২৫ এপ্রিল।

এবারের সুপার কাপে কঠিন গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল এফসি। গ্রুপ বি-তে তাদের সামনে রয়েছে হায়দরাবাদ এফসি ও ওড়িশা এফসি। আর এই গ্রুপে যোগ দেবে কোয়ালিফায়ার ৩ এর বিজয়ী দল। চলতি আইলিগে চতুর্থ ও সপ্তম স্থানাধিকারী দলের মধ্যে হবে কোয়ালিফায়ার ৩।এদিকে এটিকে মোহনবাগান পড়েছে গ্রুপ সি-তে, যেখানে তারা খেলবে গত সুপার কাপের চ্যাম্পিয়ন এফসি গোয়া ও জামশেদপুর এফসি। এবং এই গ্রুপে যোগ দেবে কোয়ালিফায়ার ২ এর বিজয়ী, যা আইলিগের তৃতীয় ও অষ্টম স্থানাধিকারী দলগুলির মধ্যে খেলা হবে।

ইস্টবেঙ্গল নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে মাঞ্জেরির পায়ান্নাদ স্টেডিয়ামে। ৯ এপ্রিল ওড়িশা, ১৩ এপ্রিল হায়দরাবাদ এফসি এবং ১৭ এপ্রিল কোয়ালিফায়ার ৩ এর বিজয়ীর সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল।

এদিকে এটিকে মোহনবাগান নিজেদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে। ১০ এপ্রিল কোয়ালিফায়ার ২ বিজয়ী, ১৪ এপ্রিল জামশেদপুর এফসি এবং ১৮ এপ্রিল। এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান।

তবে গ্রুপ অফ ডেথ হিসেবে থাকবে গ্রুপ এ। গ্রুপ এ-তে রয়েছে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, আইলিগ চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি এবং কোয়ালিফায়ার ১ বিজয়ী। কোয়ালিফায়ার ১ এ খেলবে আইলিগে দ্বিতীয় স্থানাধিকারী দল এবং কোয়ালিফায়িং প্লে-অফসে আইলিগের নবম ও দশম স্থানাধিকারী দলের মধ্যে বিজয়ী।

আর গ্রুপ ডি-তে কার্যত সহজ গ্রুপে পড়েছে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। তাদের সামনে এবারের আইএসএলের লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়ান এফসি এবং কোয়ালিফায়ার ৪ এর বিজয়ী। কোয়ালিফায়ার ৪-এ খেলবে চলতি আইলিগে পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী দল।

আরও পড়ুন:চতুর্থ টেস্টের আগে বিরাট-রোহিত উপদেশ গাভাস্করের

 

 

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...