Monday, January 12, 2026

সকালের পরে দুপুরে কেন ফের তলব বনিকে! জিজ্ঞাসাবাদে কী জানালেন অভিনেতা

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে ইডির (ED) দফতরে হাজিরা দেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonnie Sengupta)। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই কারণে প্রথম দফা জেরার কিছুক্ষণের মধ্যেই নথি নিয়ে ফের CGO কমপ্লেক্সে হাজির হতে হল অনুপ ও পিয়া সেনগুপ্তর পুত্রকে। প্রথম দফায় জেরা সেরে বেরোনোর পরে সংবাদ মাধ্যমের সামনে বনি অবশ্য স্বীকার করে নিয়েছেন ২০১৫-১৬ সাল থেকেই কুন্তলকে চেনেন তিনি। শুধু তাই নয়, তাঁর বিলাসবহুল গাড়ি টাকাও এসেছে কুন্তলের অ্যাকাউন্ট থেকেই।

চলতি সপ্তাহের শুক্রবার ইডি দফতরে তলব করা হয়েছিল গত বিধানসভা নির্বাচনের আগে BJP-তে যোগ দেওয়া অভিনেতা বনি সেনগুপ্তকে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তলের ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পাওয়া গিয়েছে। সেই সূত্রে ধরেই তাঁকে তলব। বনি জানান, অনুষ্ঠান আয়োজকের মাধ্যমে কুন্তলের সঙ্গে তাঁর যোগাযোগ। এরপরে ঘনিষ্ঠতা বাড়ে। তিনি গাড়ি কেনার সময় কুন্তল টাকা দিয়েছিলেন। সেই টাকা এসেছিল কুন্তলের অ্যাকাউন্ট থেকেই। শুধু তাই নয়, কুন্তলের হয়ে অনেক শো করে দিয়েছেন বলেও জানান বনি। তবে নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কোনভাবেই জড়িত নন বলে দাবি করেছেন বনি সেনগুপ্ত এবার দ্বিতীয় দফার যে রায় তার থেকে ইডি আর কী কী জানতে চায় সেটাই দেখার।

নিয়োগ দুর্নীতিতে আগামী শুক্রবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করেছে ইডি। কুন্তল ঘোষের গ্রেফতারির পর একাধিক বার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। নিয়োগ দুর্নীতি তদন্তে তদন্তকারীদের আতশকাচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও।

এডিট তলবের পরেই বাড়ির সঙ্গে দুরত্ব বাড়াতে শুরু করেছে গেরুয়া শিবির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ভোটের আগে অনেক সেলিব্রেটি দলে আসেন। ২ বছর হল বিজেপির সঙ্গে বনি সেনগুপ্তের কোনও সম্পর্ক নেই- দাবি শুভেন্দুর।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...